Thursday, September 19, 2024
HomeখেলাParis Olympics 2024 : মনু-সরবজোতের ব্রোঞ্জ জয়ে উচ্ছ্বসিত সমগ্র দেশবাসী

Paris Olympics 2024 : মনু-সরবজোতের ব্রোঞ্জ জয়ে উচ্ছ্বসিত সমগ্র দেশবাসী

টোকিয়োয় মনু ভাকেরের স্বপ্নভঙ্গের বিষয়টি প্রায় সকলেরই জানা। প্যারিস অলিম্পিক্সে সেই মনুই ইতিহাস তৈরি করলেন। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি। সেখানেই শেষ নয়, মঙ্গলবারের ব্রোঞ্জ অভিযানে (Paris Olympics 2024) তাঁর সঙ্গী ছিলেন সরবজোত সিং, যিনি মাত্র কয়েকদিন আগেই এই শাতোরুতে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন। কিন্তু লড়াই সেখানে থেমে যায়নি। মনু এবং সরবজোত জুটি হাসি ফোটালেন দেশবাসীর মুখে।

আরও পড়ুন : Manu Bhaker : অলিম্পিকে দেশের প্রথম পদক আনলেন মনু, কী বললেন বলি-সেলেবরা?

মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ (Paris Olympics 2024) এল মনু ভাকের ও সরবজোত সিং জুটির হাত ধরে ৷ কয়েক দিন আগেই ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ৷ মঙ্গলবার দলগত ইভেন্টে ফের পদক এল ভারতের ঝুলিতে৷ এদিন কোরিয়ার জুটিকে হারালেন ভারতের দুই সন্তান৷

মনু ও সরবজোতের সাফল্যে (Paris Olympics 2024) উচ্ছ্বসিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গর্বিত সমগ্র দেশবাসী।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular