প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা রাজমাতা মাধবী রাজে। ১৫ মে, বুধবার সকাল ৯.২৮-এ দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিন্ধিয়া পরিবারের রাজমাতা বিগত বেশ কিছুদিন ধরেই এইমসে ভেন্টিলেটরে ছিলেন।
জানা যায়, তৃতীয় দফার ভোটের ঠিক আগেই তাঁর অসুস্থতা বেড়ে যায়। তাঁকে তৎক্ষণাৎ দিল্লি এইমসে ভর্তি করা হয়। সিন্ধিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, রাজমাতা আর নেই। গত দু’মাস ধরে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা এবং গোয়ালিয়র রাজ ঘরানার রাজমাতা মাধবী রাজে সিন্ধিয়া দিল্লি এইমসে ভর্তি ছিলেন। বিগত দু’সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল ৯.২৮-এ তিনি এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গিয়েছে, শেষকৃত্যের জন্য রাজমাতার দেহ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, মাধবী রাজে নেপালের রাজপরিবারের সদস্য ছিলেন। তিনি দাতব্য কাজে খুব সক্রিয় ছিলেন। তিনি ৮ মে ১৯৬৬ সালে গোয়ালিয়রের তৎকালীন মহারাজা মাধবরাও সিন্ধিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।