Thursday, November 21, 2024
HomeদেশInk Thrown on Kanhaiya Kumar: কানহাইয়া কুমারের দিকে কালি ছুঁড়ল যুবক,...

Ink Thrown on Kanhaiya Kumar: কানহাইয়া কুমারের দিকে কালি ছুঁড়ল যুবক, লখনউতে কংগ্রেস অফিসে উত্তেজনা

Ink Thrown on Kanhaiya Kumar

ইন্ডিয়া নিউজ বাংলা :

লখনউ :  ছাত্রনেতা কানহাইয়া কুমারকে লক্ষ্য করে কালি ছুড়ল এক ব্যক্তি। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উওরপ্রদেশের রাজধানী লখনউর কংগ্রেস অফিসে।এই ঘটনার পর কংগ্রেস অফিসের ভিতরে তুমুল ঝামেলা হয়। লখনউ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সাদাফ জাফরের নির্বাচনী প্রচারে অংশ নিতে এসেছিলেন কানহাইয়া কুমার। এসময় তার দিকে কালি ছোড়া হয়। এর আগে লখনউয়ের রাস্তায় নেমে কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন তিনি। কানহাইয়া কুমার কয়েক মাসে আগেই সি.পি.আই ছেড়ে কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন। সুবক্তা কানহাইয়া কুমারকে প্রচারে নামিয়ে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী প্রচারকে তুঙ্গে তুলতে চাইছে কংগ্রেস।স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কংগ্রেস অফিসের মধ্যে কানহাইয়া কুমারের দিকে কে কালি ছুড়ল। এখন ও ঐ যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আলোচনায় লখনউ কেন্দ্রীয় আসন : Ink Thrown on Kanhaiya Kumar

লখনউতে ৯ টি বিধানসভা আসন রয়েছে, তবে বর্তমানে লখনউ কেন্দ্রীয় বিধানসভা আসনটি আলোচনায় রয়েছে। লখনউ কেন্দ্রীয় বিধানসভা আসনে বিজেপি জিতেছে ৭ বার। 2017 সালের নির্বাচনে এই আসন থেকে প্রার্থী ছিলেন যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী ব্রজেশ পাঠক। ব্রজেশ তৎকালীন এসপি বিধায়ক রবিদাস মেহেত্রাকে ৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। ২০২২ সালের নির্বাচনে সবার চোখ এখন এই আসনের দিকে।

Kanhaiya Kumar

আরও পড়ুন : Controversial Statement in Sant Sammelan ফের বিতর্ক সন্ত সমাবেশে, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি

আর ও পড়ুন :Budget 2022-23 : এবারের বাজেট জনমুখী এবং প্রগতিশীল : প্রধানমন্ত্রী

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular