Thursday, November 21, 2024
HomeBreakingChief Justice of India: দেশের প্রধান বিচারপতির চেয়ারে বসছেন সঞ্জীব খান্না, শপথ...

Chief Justice of India: দেশের প্রধান বিচারপতির চেয়ারে বসছেন সঞ্জীব খান্না, শপথ ১১ নভেম্বর

দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India) হতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী মাসেই শপথ গ্রহণ করতে চলেছেন তিনি। আগামী ১১ নভেম্বর তিনি শপথ নিতে চলেছেন।

দেশের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

উল্লেখ্য, বর্তমানে দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) পদে রয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী ১০ নভেম্বর অবসর নেবেন তিনি। তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি খান্নার নিয়োগে বৃহস্পতিবার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আগামী ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সঞ্জীব খান্না।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স পোস্টে লিখেছেন, “ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নাকে ১১ নভেম্বর, ২০২৪ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন ।’’

বিচারপতি সঞ্জীব খান্না দিল্লির নিম্ন আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। আইনের পেশায় যোগদান করেন ১৯৮৩ সালে। ২০১৯-এ তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন।

আরও পড়ুন: Taslima Nasreen: ‘ভারতে থাকতে চাই,’ কেন্দ্রকে SOS-এর পরেই শাহকে ধন্যবাদ জ্ঞাপন তসলিমার

উল্লেখ্য, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এছাড়া নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ থেকেছেন বিচারপতি সঞ্জীব খান্না।

এবার দেশের ৫১তম প্রধান বিচারপতি (Chief Justice of India) হবেন তিনি। তাঁর কাজের মেয়াদ হবে ছ’মাস। ২০২৫-এর ৩১মে তাঁর অবসর নেওয়ার কথা।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular