ফের রেল দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে (Jharkhand Train Accident) দূরপাল্লার ট্রেন। জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায়।
কী ঘটেছে?
মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি (Jharkhand Train Accident) ঘটে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। এখনও অবধি ২ জনের প্রাণ গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আহত বহু। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে রেল কর্তৃপক্ষ।
এই নিয়ে গত ২ মাসে ৩ বার বিভিন্ন রেল দুর্ঘটনা (Jharkhand Train Accident) ঘটল। এর জেরে জোর চর্চা সোশ্যাল মিডিয়াতেও। বারবার এই ধরনের ঘটনা ঘটায় ফের প্রশ্নের মুখে পড়ল যাত্রী নিরাপত্তা। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সূত্রের খবর প্রায় ১৮টি বগিই লাইনচ্যুত হয়েছে।
Howrah-CSMT Express Derailment | Helpline numbers issued by Indian Railways.
Tatanagar : 06572290324
Chakradharpur: 06587 238072
Rourkela: 06612501072, 06612500244
Howrah: 9433357920, 03326382217
Ranchi: 0651-27-87115.
HWH Help Desk: 033-26382217, 9433357920
SHM Help Desk:… https://t.co/4D5O0gXv4v— ANI (@ANI) July 30, 2024
আরও পড়ুন : Bengal Train Accident : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, আহত বহু
এই ঘটনায় (Jharkhand Train Accident) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি লিখেছেন, কবে থামবে এই মৃত্যুমিছিল? বারবার এই ধরনের দুর্ঘটনায় আতঙ্কিত রেলযাত্রীরাও।
Another disastrous rail accident! Howrah- Mumbai mail derails in Chakradharpur division in Jharkhand today early morning, multiple deaths and huge number of injuries are the tragic consequences.
I seriously ask: is this governance? This series of nightmares almost every week,…
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024