Thursday, November 21, 2024
HomeদেশJaishankar To Deliver Address On Ukraine Crisis ইউক্রেন সংকট নিয়ে ১৫ মার্চ...

Jaishankar To Deliver Address On Ukraine Crisis ইউক্রেন সংকট নিয়ে ১৫ মার্চ লোকসভা ও রাজ্যসভায় ভাষণ দেবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Jaishankar To Deliver Address On Ukraine Crisis রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় আগামীকাল ভাষণ দিতে চলেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। চলমান যুদ্ধ বন্ধের জন্য কূটনীতিতে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এস জয়শঙ্কর এর আগে ইতালীয় লুইগি ডি মায়োর সাথে আলোচনা করেন। তিনি বলেন, হিংসার বিরুদ্ধে ভারত। রাশিয়ায় হামলায় ইউক্রেনে হাজার হাজার লোকের মৃত্যু এবং প্রচুর সম্পত্তির ক্ষতি হচ্ছে। ইউক্রেনের পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে৷

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ নিয়ে ভারত একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছে। রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের সময় ভোট দিতে বিরত ছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, চলমান যুদ্ধে জড়িত এই দেশগুলির সাথে অর্থনৈতিক, নিরাপত্তা-ভিত্তিক, শিক্ষা-ভিত্তিক এবং রাজনৈতিক সংযোগের কারণে রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারতের একটি নিরপেক্ষ অবস্থান রয়েছে। ভারত সর্বদা শান্তি ও আলোচনার জন্য বদ্ধমূল রয়েছে।

Jaishankar To Deliver Address On Ukraine Crisis

আরও পড়ুন : Hardeep Singh Puri at Rajya Sabha ভারতে পেট্রোলের দাম বেড়েছে মাত্র ৫%, অন্যদিকে আমেরিকা-ব্রিটেনে ৫০%-এর বেশি: হরদীপ সিং পুরি

আরও পড়ুন : Voice of ‘Modi, Modi’ in Lok Sabha ‘মোদি, মোদি’ স্লোগানে লোকসভায় প্রধানমন্ত্রীকে স্বাগত বিজেপি সাংসদদের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular