Monday, May 20, 2024
HomeCORONACOVID-19 vaccine for 12-14-year ১৬ মার্চ থেকে শুরু ১২-১৪ বছর বয়সিদের কোভিড...

COVID-19 vaccine for 12-14-year ১৬ মার্চ থেকে শুরু ১২-১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : COVID-19 vaccine for 12-14-year দেশে ১২-১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু ১৬ মার্চ থেকে। একই দিনে দেশের সমস্ত সমস্ত ষাটোর্ধ্বদের জন্যও শুরু হবে বুস্টার ডোজ দেওয়া। সোমবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সোমবার টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান যে, ‘বাচ্চারা সুরক্ষিত তো, দেশ সুরক্ষিত থাকবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২-১৪ বছরের বাচ্চাদের করোনা ভাইরাস টিকাকরণ কর্মসূচি শুরু হবে।’

সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে যে, ভারতে ১২-১৪ বছর বয়সের আনুমানিক জনসংখ্যা ৭.১১ কোটি। এর আগে গত ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫-১৮ বয়সিদের টিকাকরণ শুরু হয়েছিল। এবার আগামী বুধবার থেকে ১২-১৪ বয়সিদেরও টিকা কর্মসূচির অনুমোদন মেলায় আরও বেশি সংখ্যক স্কুলপড়ুয়া করোনা প্রতিষেধক পাবে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত চিকিৎসকদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে জন্মেছে, অর্থাৎ যাঁদের বয়স ১২ বা তাঁর বেশি, তারাই এই টিকা পাবে৷ হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভানস-এর তৈরি কোর্বেভ্যাক্স ভ্যাকসিন দেওয়া হবে ১২ থেকে ১৪ বছর বয়সিদের৷

COVID-19 vaccine for 12-14-year

আরও পড়ুন : Jaishankar To Deliver Address On Ukraine Crisis ইউক্রেন সংকট নিয়ে ১৫ মার্চ লোকসভা ও রাজ্যসভায় ভাষণ দেবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular