Monday, May 20, 2024
HomeদেশJahangirpuri Violence Update জাহাঙ্গিরপুরী হিংসায় অন্যতম অভিযুক্ত আনসারের বিরুদ্ধে তদন্তে এবার ইডি

Jahangirpuri Violence Update জাহাঙ্গিরপুরী হিংসায় অন্যতম অভিযুক্ত আনসারের বিরুদ্ধে তদন্তে এবার ইডি

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Jahangirpuri Violence Update  দিল্লির জাহাঙ্গিরপুরীতে গত সপ্তাহে হনুমান জয়ন্তীতে ঘটে যাওয়া হিংসায় প্রধান অভিযুক্ত আনসারের সম্পত্তির উৎসের তদন্তে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে আনসারের বিরুদ্ধে তদন্ত শুরু হল। দিল্লি পুলিশ পিএমএলএ-র অধীনে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য আর্থিক তদন্ত সংস্থা ইডিকে অনুরোধ করেছিল। এরপরই আনসারের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে একটি চিঠিতে জাহাঙ্গিরপুরী হিংসা মামলার প্রধান অভিযুক্ত আনসারের বিরুদ্ধে পিএমএলএ-র অধীনে ব্যবস্থা নিতে বলে। এরপরে, ইডি আনসারের আর্থিক লেনদেনের বিশদ প্রকাশের জন্য তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ইডি এখন অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তির বিবরণ খতিয়ে দেখবে যে আনসার কোনও সংস্থা বা ব্যক্তির কাছ থেকে কোনও তহবিল পেয়েছে কিনা। Jahangirpuri Violence Update 

গত ১৬ এপ্রিল হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গিরপুরীতে সংঘর্ষের ঘটনায় পুলিশ মহম্মদ আনসারকে গ্রেফতার করে একদিন পর। দিল্লি পুলিশ জানতে পারে সেদিনের সংঘর্ষের ঘটনায় মূল অভিযুক্ত এই আনসার। তার বিরুদ্ধে অপরাধমূলক ইতিহাসের রেকর্ড রয়েছে পুলিশের খাতায়। আনসার একজন ‌পরিচিত হিস্ট্রি-শিটার এবং একাধিকবার বুটলেগিং ব্যবসা ও জুয়ার র‌্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিল।

Jahangirpuri Violence Update

আরও পড়ুন: Amit Shah on Common Civil Code : রাম মন্দির, সিএএ, তিন তালাক এবং ধারা ৩৭০ করা হয়েছে, এবার কমন সিভিল কোড প্রয়োগের পালা

Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular