ইন্ডিয়া নিউজ বাংলা, নতুন দিল্লি : India-Israel Compteles 30 Years Relations ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরওবলেন, বর্তমান বিশ্ব অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রত্যক্ষ করছে এবং এই পরিস্থিতিতে ইসরায়েল ও ভারতের সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে। আজ ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের ৩০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী উক্ত এই কথাগুলি বলেছেন।
দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হল নতুন অধ্যায় India-Israel Compteles 30 Years Relations
৩০ বছর আগে এই দিনে ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি বলেন, এই অধ্যায়টি নতুন হলেও আমাদের দেশের ইতিহাস অনেক পুরনো। আমি নিশ্চিত যে দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আগামী কয়েক দশকে নতুন মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।
বছরের পর বছর ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসরত ইহুদি সম্প্রদায় India-Israel Compteles 30 Years Relations
প্রধানমন্ত্রী মোদি বলেন, বছরের পর বছর ধরে ভারতীয় সমাজে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে আমাদের কোনও পার্থক্য নেই। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সবাই বসবাস করছি। তিনি বলেন, ইহুদি সম্প্রদায় আমাদের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভারত-ইসরায়েলের বিদেশমন্ত্রীরা গতকাল ইসরায়েলের পত্রিকা ‘অপ-এড’-এ একটি নিবন্ধ লিখেছিলেন। যেখানে দুই দেশের সম্পর্কের গুরুত্বের কথা বলা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা এবং অন্যান্য সাধারণ চ্যালেঞ্জের সমাধান খুঁজতে দুই পক্ষ একসঙ্গে কাজ করে চলেছে।
জেনে নিন কবে ভারত ইসরায়েলকে স্বীকৃতি দিল India-Israel Compteles 30 Years Relations
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ইসরাইলকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় ভারত। একইসঙ্গে, দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় ১৯৯২ সালের ২৯ জানুয়ারিতে। জানিয়ে রাখা ভাল যে, ভারত-ইসরায়েল হল দুটি প্রাচীন সভ্যতা এবং এখানকার গণতন্ত্র উদ্যমী ও তারুণ্যে ভরা। উভয় দেশই উদ্ভাবনের বিষয়ে উন্মুক্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। দুটি দেশই অন্যান্য সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে সৌহাদ্যপূর্ণ যোগাযোগ দৃঢ় করে।
আরও পড়ুন : Controversial Statement in Sant Sammelan ফের বিতর্ক সন্ত সমাবেশে, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি
—–
Published by Subhasish Mandal