Monday, May 20, 2024
HomeউৎসবBeating the Retreat 2022 Ceremony Concludes বিজয় চকে শেষ হল 'বিটিং দ্য...

Beating the Retreat 2022 Ceremony Concludes বিজয় চকে শেষ হল ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান, লেজারের মাধ্যমে তুলে ধরা হল ভারতের গৌরবগাঁথা

ইন্ডিয়া নিউজ বাংলা, নতুন দিল্লি : Beating the Retreat 2022 Ceremony Concludes ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে রাজধানীর বিজয় চকে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান শেষ হল। এবারই প্রথমবার ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানে এক হাজার দেশীয় ড্রোনের মাধ্যমে রাঙিয়ে দেওয়া হল গোটা আকাশ। ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানেই প্রথমবারের মতো লেজার শো-র আয়োজন করা হয়েছিল। মার্শাল মিউজিকের সুর ছিল এবারের উৎসবের বিশেষ আকর্ষণ। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-এর ব্যান্ডগুলি মোট ২৬টি সুর বাজায় অনুষ্ঠানে।

লেজার শো-তে দেখানো হয়েছে ভারতের গৌরবগাঁথা Beating the Retreat 2022 Ceremony Concludes

‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লেজার শো অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে

গল্পের আকারে তুলে ধরা হল ভারতের সাফল্যের গৌরবগাঁথা । লেজার শো-তে ভারতের স্বাধীনতার অমৃত মহোৎসবের কথাও বলা হয়েছে। লেজারের সাহায্যে ‘স্বাধীনতার ৭৫ বছর অমৃত মহোৎসব’ তৈরি করা হয়।

আরও পড়ুন : India-Israel Compteles 30 Years Relations দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে : মোদি

—–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular