শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: India-Australia Economic Cooperation and Trade Agreement প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল উপস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি (IndAus ECTA) সম্পাদিত হল। দুই দেশের এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করলেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং অস্ট্রেলিয়ার পক্ষে ড্যান তেহান।
Strengthening India-Australia economic and trade relations.
https://t.co/uPFd0sWvJM— Narendra Modi (@narendramodi) April 2, 2022
চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করবে। এই চুক্তির ভিত্তিতে একসাথে আমরা সরবরাহ চেইনের স্থিতিস্থাপকতা বাড়াতে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখতে সক্ষম হব। এত অল্প সময়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় দুটি দেশের মধ্যে পারস্পরিক আস্থার গভীরতা প্রতিফলিত হয়েছে।’ India-Australia Economic Cooperation and Trade Agreement
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেছেন যে, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইলফলক এই চুক্তি স্বাক্ষর। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি চুক্তিটি চাকরি, অধ্যয়ন এবং ভ্রমণের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে “উষ্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক” আরও গভীর করবে। এই চুক্তিটি অস্ট্রেলিয়ান কৃষক, নির্মাতা, উৎপাদক এবং আরও অনেকের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিতে একটি বড় দরজা খুলে দিয়েছে।’
India-Australia Economic Cooperation and Trade Agreement
————
Published by Subhasish Mandal