ইন্ডিয়া নিউজ বাংলা, লখনউ : Hit Attack of Yogi on SP সমাজবাদী পার্টি এখনও অপরাধী, মাফিয়ারাজ এবং দাঙ্গাবাজ মানসিকতা কাটিয়ে উঠতে পারেনি, বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টি দাঙ্গাবাজ এবং অপরাধীদের টিকিট দিয়ে আবারও রাজ্যে ২০১৭-র আগের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু আবারও জনগণ তা মেনে নেবে না। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, ২০১৭ সালের আগে রাজবংশ ও পরিবারের ধারা উত্তরপ্রদেশ শাসন করছিল। ২০১৭ সালে বিজেপি তাদের সংকল্পপত্রে জাতীয়তাবাদ, সুশাসন এবং উন্নয়নের বিষয়টি তুলে ধরেছিল। তিনি বলেন, গত পাঁচ বছরে তাঁর সরকার রাজ্যে নিরাপত্তার পরিবেশ তৈরি করেছে, যা নষ্ট হতে দেওয়া যাবে না।
আরও পড়ুন :Pakistani Drone At Border অমৃতসরে সীমান্তের ২০০ মিটার ভিতরে পাক ড্রোন
দাঙ্গাবাজদের টিকিট দিয়েছে সমাজবাদী পার্টি Hit Attack of Yogi on SP
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, আমরাও চাই অখিলেশ যাদব সমাজবাদী পার্টির হয়ে প্রার্থী হোক। তবে প্রথম তালিকা প্রকাশের পর একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে সমাজবাদী পার্টি ব্যাকফুটে রয়েছে। দ্বিতীয় তালিকা প্রকাশে ভয় পাচ্ছে। দ্বিতীয় তালিকা প্রকাশের জন্য তারা সাহস সঞ্চয় করতে পারেনি। তিনি বলেছেন যে, অখিলেশ সাহারানপুর, মুজাফফরনগরের দাঙ্গাবাজদের এবং কাইরানা মাইগ্রেশনের জন্য দোষীদের টিকিট দিয়েছেন। তাঁদের কাছে এর উত্তর নেই। মুখ্যমন্ত্রী যোগী বলেছিলেন যে, অপর্ণা যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির নীতি পছন্দ করেছেন বলেই বিজেপিতে এসেছেন।
—–
Published by Subhasish Mandal