আরজি কর-কাণ্ডের (RG Kar) প্রতিবাদে রাস্তায় নেমেছে আমজনতা থেকে সেলেবরা। টলিউড-বলিউডও এই প্রতিবাদের জায়গাতেই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। মোমবাতি মিছিল, বিক্ষোভ, বিচারের দাবি, নবান্ন অভিযান, বাংলা বনধ, একের পর এক পদক্ষেপে বাংলার মানুষ আজ বিচার চাইছে। এই ক্ষোভের আঁচ বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে।
নারী নির্যাতনের বিরুদ্ধে এই প্রতিবাদকে (RG Kar) সমর্থন করে অভিনেতা শাবানা আজমি বলেন, ‘এই বিক্ষোভ, প্রতিবাদ অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল।’ তিনি এক্ষেত্রে ‘পুরুষতান্ত্রিক মনোভাবকে’ও দায়ী করেন, দায়ী করেন নারীদের পণ্য মনে করাকে। সেই সঙ্গে তিনি বলেন, ‘ফাঁসি থেকে শুরু করে অন্যান্য শাস্তি পাওয়ার পরেও কেন মানুষ ধর্ষণ করছে সেই বিষয়টা দেখা উচিত।’
কী বললেন হেমা মালিনী?
কী করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? কী করছে পুলিশ? এই প্রশ্ন যখন বারবার উঠছে, ঠিক তারই মাঝে অভিনেতা-রাজনীতিবিদ হেমা মালিনী বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন- ‘মহিলাদের উপর যে হিংসার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। মমতা বন্দ্য়োপাধ্যায়কে অনুরোধ করব, যেটা সঠিক সেটা করুন। আর দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। দোষীর দ্রুত সাজা হওয়া উচিত।’
আরও পড়ুন : Bengal Bandh : ‘বিজেপি বাংলাকে বদনাম করতে চাইছে’, বাংলা বনধ প্রসঙ্গে মন্তব্য Mamata’র
উল্লেখ্য, আরজি করের (RG Kar) ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন অভিনেতা-সাংসদ কঙ্গনা রানাওয়াতও। মহিলাদের ওপর নির্যাতনের ঘটনাগুলির ক্ষেত্রে মমতা সরকারের ভূমিকাকে সমালোচনা করেন তিনি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরজি কর ঘটনা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘দ্রুত বিচারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো মানুষের প্রয়োজন।’ সেই সঙ্গে কলকাতার এই ঘটনাকে অত্যন্ত ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন তিনি।
কিন্তু কবে বিচার হবে কলকাতা-কাণ্ডের? কবে বন্ধ হবে নারী নির্যাতন? প্রশ্ন উঠছে।