Sunday, October 6, 2024
Homeরাজ্যRG Kar News : 'ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির শাস্তির আইনটা কেন করছেন না?',...

RG Kar News : ‘ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির শাস্তির আইনটা কেন করছেন না?’, কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন Mamata’র

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ আরও অনেকে। ২১ জুলাইয়ের পর আরজি কর-কাণ্ডের (RG Kar News) আবহে এই প্রথম এক মঞ্চে দেখা যায় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবারের মঞ্চ থেকে কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্টতই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীব্র সমালোচনা করেন। মমতা কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্ন ছোঁড়েন, ‘ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির শাস্তির আইনটা কেন করছেন না? অভিষেক যেটা বলল, আমি তো সেটা লিখেছি। আপনার পার্টি কতটা আমায় চেনে, আমি জানি না। যতই ফান্ডিং করুন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব।’

এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে সমাজের নির্যাতিতাদের (RG Kar News) জন্য উৎসর্গ করেন মমতা। বলেন, ‘আজকের দিনটা সমাজের নির্যাতিতদের জন্য উৎসর্গ করছি।’ মমতা আরও বলেন, ‘রাজ্যের হাতে আইন থাকলে আমরা অনেক আগেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতাম। অনেক অপেক্ষা করেছি। আর নয়। আগামী ১০ দিনের মধ্যে বিধানসভায় ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল আনব এবং সেই বিল রাজ্যপালের কাছে পাঠাব।’

আরও পড়ুন : RG Kar-এর ঘটনায় Mamata-কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি Hema Malini’র

কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

বুধবারের সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনা উচুত কেন্দ্রের। যে সরকার রাতরাতি নোটবন্দি করতে পারে, সেই সরকার ধর্ষণের বিরুদ্ধে আইন আনতে পারে না কেন?’

অভিষেক আরও বলেন, ‘কলকাতা পুলিশের হাতে চার দিন তদন্তভার ছিল। আজকে ১৪ দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে। কেন এই ১৪ দিনেও সন্দীপ ঘোষ গ্রেফতার হলেন না, তার জবাব সিবিআইকেই দিতে হবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular