Wednesday, December 18, 2024
HomeদেশGujarat Cattle Control Bill 2022 Passed গবাদি পশু নিয়ন্ত্রণ বিল পাস গুজরাত...

Gujarat Cattle Control Bill 2022 Passed গবাদি পশু নিয়ন্ত্রণ বিল পাস গুজরাত বিধানসভায়, বিরোধিতায় কংগ্রেস

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Gujarat Cattle Control Bill 2022 Passed গবাদি পশু নিয়ন্ত্রণ (পালন ও চলাচল) ২০২২ আইন পাস হল গুজরাত বিধানসভায়। এবার থেকে আইনবলে শহুরে এলাকার রাস্তা এবং জনসাধারণের চলাচলের জায়গায় উন্মুক্তভাবে গবাদি পশু নিয়ন্ত্রণ করতে পারবে সরকার। গুজরাত বিধানসভায় ছয় ঘণ্টা আলোচনার পর এই বিল পাস হলেও কংগ্রেস বিলের বিরোধিতা করেছে। তবে গুজরাতের নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বিনোদ মোরাদিয়া বলেছেন যে, ‘শহরগুলিতে বিপথগামী গবাদি পশুর আতঙ্ক বেড়েছে এবং এর কারণে বহু লোক প্রাণ হারিয়েছে। সুতরাং গবাদি পশুর মালিকদের স্থান আছে আছে এমন জায়গা নিশ্চিত করার জন্য একটি আইন আনা প্রয়োজন ছিল। সরকার সেই আইন এনেছে।’

গবাদি পশু নিয়ন্ত্রণ (পালন ও চলাচল) ২০২২ বিলটিতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, গাধা-সহ অন্যান্য পশুর ক্ষেত্রে শহরাঞ্চলে রাখার জন্য গবাদি পশু পালনকারীদের একটি লাইসেন্স নিতে হবে। প্রস্তাবিত আইনটি গুজরাতের আটটি পৌর কর্পোরেশন–– আহমেদাবাদ, ভাদোদরা, সুরাত, রাজকোট, ভাবনগর, জুনাগড়, জামনগর, গান্ধিনগর এবং ১৬২টি পৌরসভার এক্তিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গবাদি পশুর মালিকদের লাইসেন্স পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁদের পশুদের ট্যাগিং করতে হবে এবং শহরের রাস্তায় ঘোরাফেরা করা থেকে বিরত থাকতে হবে। যদি ট্যাগ ছাড়া গবাদি পশু আটক করে সংশ্লিষ্ট প্রশাসন তবে সেই গবাদি পশুকে সরকারি স্থায়ী শেডে স্থানান্তর করা হবে। পাশাপাশি গবাদি পশু ছাড়ানোর জন্য সরকারকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে পালনকারীদের। প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে যে গবাদি পশুর চারণ শুধুমাত্র শহর ও শহরে নির্ধারিত চারণ এলাকাতেই করতে হবে। Gujarat Cattle Control Bill 2022 Passed

এদিকে ভারতীয় জনতা পার্টির সরকারকে শুধুমাত্র ভোটের জন্য গরু ব্যবহার করার অভিযোগ তুলে গবাদি পশু নিয়ন্ত্রণ বিল নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস। এই ‘কালো আইন’ পাস করার জন্য গুজরাত সরকারের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। গুজরাত সরকারের বিরুদ্ধে গবাদি পশু পালনকারী মালধারী সম্প্রদায়ের পিঠে ছুরিকাঘাত করার অভিযোগ করেছেন কংগ্রেস বিধায়ক রঘুভাই দেশাই। তিনি সরকারকে প্রশ্ন করেন যে, কেন খনি, শিক্ষা ও দুর্নীতি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গবাদি পশু পালনকারীদের পিছনে ছুটছে সরকার? Gujarat Cattle Control Bill 2022 Passed

মালধারী সম্প্রদায়ের কংগ্রেস বিধায়ক লাখাভাই ভারওয়াদ বলেছেন যে, বিকল্প ব্যবস্থা করার পরে বিলটি উত্থাপন করা উচিত ছিল সরকারের। গবাদি পশু পালনকারীদের আর্থিক ক্ষতির কারণ হবে বিলটি অভিযোগ করে লাখাভাই বলেছেন, ‘আগামী দিনগুলিতে এমন পরিস্থিতি হবে যেখানে গরু থাকবে না, গরু পালনকারীও থাকবে না।’

Gujarat Cattle Control Bill 2022 Passed

আরও পড়ুন : Rajasthan Doctor Suicide Case চিকিৎসকের আত্মহত্যার ঘটনা, প্ররোচণা ও হুমকির অভিযোগে রাজস্থানে গ্রেফতার বিজেপি নেতা

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular