Sunday, November 3, 2024
HomeদেশDibrugarh Express Accident : ফিরে এল করমণ্ডল বিভীষিকা! লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বহু...

Dibrugarh Express Accident : ফিরে এল করমণ্ডল বিভীষিকা! লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বহু কামরা

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express Accident)। জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। গোটা ঘটনার উপর নজর রাখছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর।

কী জানা যাচ্ছে?

প্রাথমিক ভাবে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণেই বেলাইন হয়ে যায় একের পর এক কামরা (Dibrugarh Express Accident)। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাস্থলের যে ছবি উঠে আসতে শুরু করে তা শিউরে ওঠার মতো। এই দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসতে শুরু করেন।

আরও পড়ুন : Bengal Train Accident : বারবার ট্রেন দুর্ঘটনার দায় কার? Mamata বনাম Ashwini Vaishnaw, পারদ তুঙ্গে!

এদিকে, একের পর এক ট্রেন দুর্ঘটনায় (Dibrugarh Express Accident) বিরোধী রাজনৈতিক দলের নিশানায় কেন্দ্রীয় সরকার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রেল মন্ত্রককে নিশানা করে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, ‘যাত্রী-সুরক্ষা আর কবে নিশ্চিত করতে পারবে রেল?’

Mamata X Handla Post on Gonda Train Accident
Mamata X Handla Post on Gonda Train Accident
SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular