Monday, May 20, 2024
HomeদেশFree Ration Scheme Extended by Yogi Adityanath's cabinet মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড়...

Free Ration Scheme Extended by Yogi Adityanath’s cabinet মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের, আরও তিন মাসের জন্য বিনামূল্যে রেশন উত্তরপ্রদেশে

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Free Ration Scheme Extended by Yogi Adityanath’s cabinet দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ১৫ কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রকল্পকে আরও তিন মাসের জন্য বাড়িয়ে দিলেন তিনি। এরফলে রাজ্যের কোষাগার থেকে ৩ হাজার ২৭০ কোটি টাকা খরচ হবে। সংবাদ সংস্থা এএনআই মুখ্যমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, “আজ মন্ত্রিসভার বৈঠকে, আমরা আগামী তিন মাসের জন্য বিনামূল্যে রেশন স্কিম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে রাজ্যের ১৫ কোটি মানুষ উপকৃত হবে।”

কোভিড মহামারী চলাকালীন শুরু হওয়া বিনামূল্যের রেশন প্রকল্পের এই মেয়াদটি মার্চে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিনামূল্যে রেশন কর্মসূচিটি চালু রাখার কথা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হয়ে সেই প্রতিশ্রুতি বহাল রাখলেন যোগী আদিত্যনাথ।

Free Ration Scheme Extended by Yogi Adityanath’s cabinet

আরও পড়ুন : Punjab MLAs to get pension for only one term পঞ্জাবের বিধায়কদের পেনশন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular