শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : COVID-19 vaccine for 12-14-year দেশে ১২-১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু ১৬ মার্চ থেকে। একই দিনে দেশের সমস্ত সমস্ত ষাটোর্ধ্বদের জন্যও শুরু হবে বুস্টার ডোজ দেওয়া। সোমবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সোমবার টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান যে, ‘বাচ্চারা সুরক্ষিত তো, দেশ সুরক্ষিত থাকবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২-১৪ বছরের বাচ্চাদের করোনা ভাইরাস টিকাকরণ কর্মসূচি শুরু হবে।’
बच्चे सुरक्षित तो देश सुरक्षित!
मुझे बताते हुए खुशी है की 16 मार्च से 12 से 13 व 13 से 14 आयुवर्ग के बच्चों का कोविड टीकाकरण शुरू हो रहा है।
साथ ही 60+ आयु के सभी लोग अब प्रिकॉशन डोज लगवा पाएँगे।
मेरा बच्चों के परिजनों व 60+ आयुवर्ग के लोगों से आग्रह है की वैक्सीन जरूर लगवाएँ।
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) March 14, 2022
সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে যে, ভারতে ১২-১৪ বছর বয়সের আনুমানিক জনসংখ্যা ৭.১১ কোটি। এর আগে গত ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫-১৮ বয়সিদের টিকাকরণ শুরু হয়েছিল। এবার আগামী বুধবার থেকে ১২-১৪ বয়সিদেরও টিকা কর্মসূচির অনুমোদন মেলায় আরও বেশি সংখ্যক স্কুলপড়ুয়া করোনা প্রতিষেধক পাবে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত চিকিৎসকদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে জন্মেছে, অর্থাৎ যাঁদের বয়স ১২ বা তাঁর বেশি, তারাই এই টিকা পাবে৷ হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভানস-এর তৈরি কোর্বেভ্যাক্স ভ্যাকসিন দেওয়া হবে ১২ থেকে ১৪ বছর বয়সিদের৷
COVID-19 vaccine for 12-14-year
————
Published by Subhasish Mandal