লাদাখকে (Ladakh) পাঁচটি নতুন জেলায় ভাগ করল কেন্দ্র সরকার। সোমবারই এই নতুন পাঁচটি জেলার নাম ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জেলাগুলির নাম জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লাদাখের প্রশাসন পরিচালনার দায়িত্বে রয়েছে অমিত শাহের মন্ত্রক।
কী বার্তা মোদীর?
অমিত শাহের এই ঘোষণার পরই প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ‘আরও উন্নত প্রশাসন এবং লাদাখের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাংস্কর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং-কে এবার জেলা হিসেবে আরও বেশি নজর দেওয়া হবে। সাধারণ মানুষের দুয়ারে সমস্ত সরকারি পরিষেবা আরও সহজভাবে পৌঁছে দেওয়া হবে। লাদাখের মানুষকে অনেক অভিনন্দন জানাই।’
Creation of five new districts in Ladakh is a step towards better governance and prosperity. Zanskar, Drass, Sham, Nubra, and Changthang will now receive more focused attention, bringing services and opportunities even closer to the people. Congratulations to the people there. https://t.co/YDEpGZEiGh
— Narendra Modi (@narendramodi) August 26, 2024
আরও পড়ুন : Mann Ki Baat : ‘শক্তিশালী ভারত গড়তে তরুণরা রাজনীতিতে যোগ দিন’, বললেন PM Modi
প্রসঙ্গত, ২০১৯ সালে, লাদাখকে (Ladakh) জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল। তখন কেন্দ্রশাসিত অঞ্চলে মাত্র দু’টি জেলা ছিল – লেহ এবং কারগিল। এবার একসঙ্গে লাদাখে আরও পাঁচটি নতুন জেলা তৈরির ঘোষণা করল কেন্দ্র সরকার।
লাদাখে (Ladakh) নতুন এই জেলাগুলি তৈরির কারণ হিসাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মানুষ যাতে আরও ভাল সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।