শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : Cartoonist Narayan Debnath Passes Away প্রবাদপ্রতিম কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথের জীবনাবসান। শহরের একটি বেসরকারি হাসপাতাল বেলভিউতে একটানা ২৫ দিন ভর্তি থাকার পর মৃত্যু হল বাঙালির এই আইকনের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই শিল্পী। আজ সকালে তাঁর রক্তচাপ প্রবলভাবে ওঠানামা করতে থাকায় সব ধরনের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কার্যত চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিলে নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থার অবনতির খবর তৎক্ষণাৎ পরিবারকে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর সকাল সওয়া ১০টা নাগাদ তাঁর মৃত্যুর খবর দিল হাসপাতাল। প্রতিথযশা এই শিল্পীর চিকিৎসার ভার নিয়েছিল রাজ্য সরকার।
প্রয়াত বাঙালির আইকন নারায়ণ দেবনাথ Cartoonist Narayan Debnath Passes Away
১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ। অল্প বয়স থেকেই কার্টুনের প্রতি ঝোঁক ছিল তাঁর। স্কুলের পাঠ চুকিয়ে ভর্তি হন আর্ট কলেজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় আর্ট কলেজ। কিন্তু তাঁর শিল্পীসত্তা থেমে থাকেনি। মাঝে একটা সময় কাজ করতেন নানান বিজ্ঞাপন সংস্থায়। তাঁর আঙুলের ছোঁয়ায় প্রকাশ পেতে থাকে হাঁদাভোঁদা, বাটুল, নন্টেফন্টে, বাহাদুর বিড়ালের মতো কার্টুন। নারায়ণ দেবনাথ একের পর এক কার্টুনে মজিয়ে রেখেছিলেন আপামর বাঙালিকে।
তাঁর অনন্য কীর্তির জন্য ২০১৩-য় পান সাহিত্য আকাদেমি পুরষ্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কার। ২০২১ সালে পান পদ্মশ্রী। কয়েকদিন আগেই বেলভিউতে গিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা নারায়ণ দেবনাথের হাতে তুলে দেন পদ্মশ্রী পুরস্কার।