Thursday, November 21, 2024
HomeদেশBudget 2022-23 : এবারের বাজেট জনমুখী এবং প্রগতিশীল : প্রধানমন্ত্রী

Budget 2022-23 : এবারের বাজেট জনমুখী এবং প্রগতিশীল : প্রধানমন্ত্রী

Budget 2022-23

ইন্ডিয়া নিউজ বাংলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এই বাজেটে সবাই উপকৃত হবেন, বিশেষ করে দরিদ্র এবং সমাজের অনগ্রসর অংশের  মানুষ বেশি সুবিধা পাবেন। বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায়,  প্রধানমন্ত্রী বলেন যে এই বাজেট “জনবান্ধব এবং প্রগতিশীল”, মানুষের কল্যাণের দিকে মনোনিবেশ করে।

“এই বাজেটটি আরও পরিকাঠামো, আরও বিনিয়োগ, এবং আরও কাজের জন্য নতুন সম্ভাবনায় পূর্ণ,” প্রধানমন্ত্রী বলেন, এটি কর্মসস্থানের ক্ষেত্রকেও উন্মুক্ত করবে । এই বাজেটের একটি গুরুত্বপূর্ণ দিক হল দরিদ্রদের কল্যাণ।”এই বাজেটে কৃষকরা খুব উপকৃত হবেন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,2.25 লক্ষ কোটি  টাকা যা সরাসরি দেশের সব প্রান্তের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে “কোভিড মহামারীর সময়ও” এভাবেই টাকা পাঠানো হয়েছিল।প্রধানমন্ত্রী মোদী বলেন, এই বাজেট অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য অনেক নতুন সুযোগ তৈরি করবে।

Budget 2022-23

আর ও পড়ুন : Finance Minister announced LIC IPO শীঘ্রই এলআইসি আইপিও আসবে, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular