Sunday, November 3, 2024
HomeদেশBMC : সরকারি হাসপাতালে ঠিকাকর্মীর ক্যামেরায় বন্দি মহিলা চিকিৎসকের স্নানের ভিডিও!

BMC : সরকারি হাসপাতালে ঠিকাকর্মীর ক্যামেরায় বন্দি মহিলা চিকিৎসকের স্নানের ভিডিও!

মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আগেও যেমন প্রাসঙ্গিক ছিল সেই প্রশ্ন, এখনও একইভাবে সেই প্রশ্ন প্রাসঙ্গিক। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি তোলপাড় বাংলা। অন্যদিকে চর্চায় রয়েছে মুম্বইয়ের (BMC) ঘটনাও, যেখানে এক ঠিকাকর্মীর ক্যামেরায় মহিলা চিকিৎসকের স্নানের ভিডিও বন্দি হওয়ার অভিযোগ উঠল।

কী অভিযোগ?

জানা গিয়েছে, ঘটনাটি কিছুদিন আগের। ঘটেছে Brihanmumbai Municipal Corporation (BMC) হাসপাতালে। এক মহিলা চিকিৎসকের স্নানের ভিডিও করার অভিযোগ ওঠে ওই হাসপাতালেরই (BMC) এক ঠিকাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ যখন ওই মহিলা চিকিৎসক স্নানের করতে যান, তখনই অভিযুক্ত জয়েশ সোলাঙ্কি জানলাতে তাঁর ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরেই ওই চিকিৎসক সচেতন হন এবং হাসপাতালের (BMC) অন্যান্যদের জানান। অভিযুক্তকে হাসপাতালের কর্মীরা ধরে ফেলে এবং তার ফোনে রেকর্ড করা ভিডিওটি পাওয়া যায় বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুন : RG Kar News: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয় রায়; তার অতীত জানেন?

প্রসঙ্গত, অভিযুক্ত এই হাসপাতালে (BMC) এক দশক ধরে কাজ করছে। মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং তাকে কান্দিভালি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে পরে অভিযুক্ত ওই ঠিকাকর্মী জামিন পেয়ে যায়। বোরিভালি এলাকায় স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে থাকে জয়েশ সোলাঙ্কি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular