Bank Holidays in January 2022, ২০২২ সালের জানুয়ারিতে ১৬দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন
ইন্ডিয়া নিউজ, বাংলাঃ ২০২২ সালের আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছরের প্রথম মাসে ১৬ দিনের ব্যাংক ছুটি থাকবে। ২০২২ সালের জানুয়ারিতে সাপ্তাহিক ছুটি ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে।
জানুয়ারি মাসে আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তবে সময়মতো সেগুলি মিটিয়ে নিন।
যে 16 দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে তা হল ,
জানুয়ারি 1: নববর্ষের দিন, জানুয়ারী 2: রবিবার, 4 জানুয়ারী: লোসুং (সিকিম), জানুয়ারি 8: মাসের দ্বিতীয় শনিবার, জানুয়ারী 9: রবিবার, 11 জানুয়ারি: মিশনারি ডে (মিজোরাম), 12 জানুয়ারী: স্বামী বিবেকানন্দ দিবস, 14 জানুয়ারি: মকর সংক্রান্তি / পোঙ্গল, 15 জানুয়ারী: উত্তরায়ণ পুণ্যকাল মকর সংক্রান্তি উৎসব / মাঘ সংক্রান্তি / সংক্রান্তি / পোঙ্গল / তিরুভাল্লুভার দিবস (অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, তামিলনাড়ু), জানুয়ারি 16: রবিবার, 18 জানুয়ারী: থাই পুসাম (চেন্নাই), জানুয়ারী 22: মাসের চতুর্থ শনিবার, 23 জানুয়ারী: রবিবার, 26 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস, 30 জানুয়ারী: রবিবার, 31 জানুয়ারি: মি-দাম-মে-ফি (আসাম) ।
Published by Samyajit Ghosh