Sunday, September 8, 2024
HomeদেশBagdogra Airport রানওয়ে সংস্কারের প্রয়োজনে ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ বাগডোগরা...

Bagdogra Airport রানওয়ে সংস্কারের প্রয়োজনে ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ বাগডোগরা বিমানবন্দর

প্রসেনিজৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Bagdogra Airport বায়ুসেনার আরজি মেনে রানওয়ে সংস্কারের প্রয়োজনে আজ সোমবার ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকবে। উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর বন্ধের খবর মিলতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ী-সহ সাধারণ যাত্রীদের। কিন্তু রানওয়ের কাজের জন্য বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন উত্তরবঙ্গের একমাত্র এই বিমানবন্দর থেকে। এছাড়াও বাগডোগরা হয়ে বেশ কিছু বড় বিমানও চলাচল করে। আবার এই বিমানবন্দরের উপর নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি সিকিম, বিহার ও অসম রাজ্যের মানুষও নির্ভরশীল। বিমানবন্দর একটানা বন্ধ থাকায় পর্যটন-সহ অন্য ব্যবসায় জড়িত বহু মানুষের রোজগারে ধাক্কা খাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Bagdogra Airport

আরও পড়ুন : Modi-Biden Virtually Meet Today আজ মোদি-বাইডেন ভার্চুয়াল বৈঠক, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা

আরও পড়ুন : Alleged Rape of a Child in North Dinajpur হাঁসখালিকাণ্ডের ছায়া রায়গঞ্জে! দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুনের চেষ্টা, অভিযুক্ত পলাতক

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular