Thursday, September 19, 2024
HomeদেশAssembly Election 2022 করোনা আবহে পাঁচ রাজ্যে নির্বাচন , প্রথম দফা ১০...

Assembly Election 2022 করোনা আবহে পাঁচ রাজ্যে নির্বাচন , প্রথম দফা ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে সাত দফায় ভোট, ফল ঘোষণা ১০ মার্চ

 নতুন দিল্লী, ইন্ডিয়া নিউজ বাংলা

করোনা আবহের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটের দামামা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দিল যে উত্তরপ্রদেশ ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশ বাদে একমাত্র মণিপুরেই একাধিক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মণিপুরের ৬০টি আসনে দুই দফায় ভোট হবে। তাছাড়া উত্তরাখণ্ড, গোয়া ও পঞ্জাবে এক দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। ১০ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম দফার নির্বাচন। শেষ দফা ….। নির্বাচনের ফল ঘোষণা ১০ মার্চ। এক নজরে দেখে নেওয়া যাক পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ।

উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন

প্রথম দফা   ১০ ফেব্রুয়ারি         দ্বিতীয় দফা  ১৪ ফেব্রুয়ারি     তৃতীয় দফা  ২০ ফেব্রুয়ারি

চতুর্থ দফা  ২৩ ফেব্রুয়ারি            পঞ্চম দফা  ২৭ ফেব্রুয়ারি    ষষ্ঠ দফা        ৩ মার্চ

সপ্তম দফা     ৭ মার্চ

মনিপুরে দু দফয় ভোট

প্রথম দফা   ২৭ ফেব্রুয়ারি               দ্বিতীয় দফা  ৩ মার্চ

 এক দফায় ভোট  ১৪ ফেব্রুয়ারি

পঞ্জাব        গোয়া             উত্তরাখন্ড 

ভোটের ফল ১০ মার্চ

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular