Thursday, November 21, 2024
HomeদেশArmy rescues civilians : কাশ্মীর উপত্যকার কুপওয়ারায় তুষারধসে আটকে পড়া নাগরিকদের...

Army rescues civilians : কাশ্মীর উপত্যকার কুপওয়ারায় তুষারধসে আটকে পড়া নাগরিকদের উদ্ধার সেনাবাহিনীর

ইন্ডিয়া নিউজ বাংলা

জম্বু ও কাশ্মীর : প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত জম্বু কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ অংশ। রাস্তাঘাট ঢেকেছে বরফের চাদরে। রাস্তায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে পথে নেমেছে সেনা জওয়ানেরা। প্রবল প্রতিকূলতার মধ্যে আটক নাগরিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে। জম্বু কাশ্মীরের কুপওয়ারায় তুষারধসে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করেছে সেনাবাহিনীর জওয়ানরা। তাংধর-চৌকিবাল রোডে তুষারপাতে চাপা পড়ে যাওয়া  গাড়ির মধ্যে আটকে থাকা যাত্রীদের  বের করে আনে সেনা জওয়ানরা

তুষারঝড়ে আটক যাত্রীদের উদ্ধার করল সেনা জওয়ানরা (Army rescues civilians)

ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত জেলা কুপওয়ারায় সাম্প্রতিক তুষার ঝড়ে সুড়ঙ্গে নীচে আটকে পড়া এক ডজনেরও বেশি সাধারণ নাগরিকদের উদ্ধার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন তাংধর-চৌকিবালায় আটকে পড়া যাত্রীদের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে, নিকটতম সেনা ইউনিটকে সতর্ক করা হয় এবং উদ্ধার অভিযান শুরু করা হয়। এই উদ্ধার অভিযানে “একটি শিশুও সহ নাগরিকদের সেনা উদ্ধারকারী দল নিরাপদে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে,”

বরফে সরিয়ে গাড়ি উদ্ধার (Army rescues civilians)

সেনাকর্তারা জানিয়েছন আটকে পড়া একজন সাধারণ নাগরিক উদ্ধারকারীদের তার অভিজ্ঞতা বলতে গিয়ে জানিয়েছে  যে তারা কোন রকমে প্রাণে বেঁচেছেন। কারণ তারা বরফের নীচে চাপা পড়ার আগে গাড়ি থেকে লাফ দিতে সমর্থ হয়। সেনাকর্তারা জানিয়েছেন সেনাবাহিনীর দল বরফের পাহাড় থেকে গাড়িটিও উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই উদ্ধার কাজে সময় লেগেছে পাঁচ থেকে ছয় ঘন্টা।

আর ও পড়ুন : Earthquake In Northeast ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular