ইন্ডিয়া নিউজ, লখনউ
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত পাবেন জনগন। নির্বাচনের আগেই এভাবেই আজ বড় ধামকা দিলেন অখিলেশ যাদব। যারা বিনামূল্যে ত০০ ইউনিট বিদ্যুত বিলের সুযোগ নিতে চান তাহলে এখন থেকেই নিদিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে অবিলম্বে। নির্বাচনী প্রচারে এভাবেই বাজিমাত করতে চাইছেন অখিলেশ যাদব। সাংবাদিক সম্মেলনে তিনি জানান এস পি কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম ফিলাপে সাহায্য করাবেন। তিনি আরও বলেন, যার নামে বিদ্যুতের বিল আছে, সেই নামই লিখুন এবং যারা ভবিষ্যতে সংযোগ নিতে চান, তাদের রেশন কার্ড অনুযায়ী নাম লিখতে হবে। একই সঙ্গে তিনি জানান অনলাইনের মাধ্যমে তারা ঘরে ঘরে যেমন প্রচার করছেন পাশাপাশি রথের মাধ্যমে প্রচার করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন।
সমাজবাদী পার্টির স্বীকৃতি বাতিল প্রসঙ্গ ( Up Election 2022}
একই সঙ্গে, সমাজবাদী পার্টি অর্থাৎ এসপি-র স্বীকৃতি বাতিলের জন্য দায়ের করা আবেদনের প্রশ্নে অখিলেশ যাদব বলেন যে বিজেপির স্বীকৃতি প্রথমে বাতিল করা উচিত কারণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একটি ফৌজদারি মামলা রয়েছে এবং উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাঁর অভিযোগ বহু এসপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।
কৃষকদের সঙ্গে তামাশা হচ্ছে ( Up Election 2022}
কৃষকদের প্রতি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে বিজেপিকে অখিলেশ তীব্র আক্রমন করে বলেন, যারা কৃষককে সন্ত্রাসী বলছেন, তাদের খাবার খাওয়া বন্ধ করতে হবে। 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবিব। কিন্তু এখনও তার কিছুই হয়নি, এটা কৃষকদের সাথে একটি বাজে তামাশা ছাডা় আর কিছুই নয়।
আর ও পড়ুন :Dhanush-Aishwaryaa split ঘর ভাঙল রজনীকান্ত কন্যার