উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় (Uttarakhand Accident) কমপক্ষে ২০ জন যাত্রী এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। অনেকে আটকে আছে, যাদের উদ্ধারের কাজ চলছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়াতে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সে সময় বাসে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। যার মধ্যে ২০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Indian Rail: মুম্বই-হাওড়া মেলে বোমাতঙ্ক! মাঝপথে থামানো হলো ট্রেন
দুর্ঘটনার (Uttarakhand Accident) খবর পেয়ে National Disaster Response Force (NDRF) এবং the State Disaster Response Force (SDRF) মারচুলা সল্ট এলাকায় পৌঁছে যায়, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় তারা উদ্ধার কাজে নেমে পড়ে।
আলমোড়া এসপি দেবেন্দ্র পিঞ্চা জানান, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সল্ট সাব-ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার জানান, কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানান। এছাড়া, Kumaon Division-এর কমিশনারকে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেন। নিজের এক্স হ্যান্ডেলে দুঃখও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ধামি।