Monday, November 25, 2024
HomeNationalPolice Encounter in Gonda এসপিএফ-এর সঙ্গে সংঘর্ষে নিহত কুখ্যাত অপরাধী বিজ্জি ওরফে...

Police Encounter in Gonda এসপিএফ-এর সঙ্গে সংঘর্ষে নিহত কুখ্যাত অপরাধী বিজ্জি ওরফে বিজেন্দ্র সিং

বৈভব শুক্লা, আম্বেদকরনগর, ইন্ডিয়া নিউজ বাংলা,Police Encounter in Gonda : উত্তরপ্রদেশের আম্বেদকরনগরে এসপিএফ-এর সঙ্গে সংঘর্ষে কুখ্যাত অপরাধী বিজয় সিং ওরফে বিজ্জি ওরফে বিজেন্দ্র সিংহ নিহত হয়েছে। তাঁকে হত্যার জন্য  ৫০ হাজার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। দীর্ঘদিন ধরে খুন ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিল বিজ্জি।

ভয়ঙ্কর অপরাধী বিজয় সিং ওরফে বিজ্জি ওরফে বিজেন্দ্র সিং। বিজ্জি,আম্বেদকরনগরের খড়গপুর থানার কোতোয়ালি আকবরপুর গ্ৰামের বাসিন্দা। শনিবার বড়  কোন অপরাধের পরিকল্পনা ছিল বিজ্জির। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, উত্তরপ্রদেশের এসটিএফ দল তাকে গোন্ডার পরসপুর থানার অন্তর্গত দেহরাসে ঘিরে ফেলে। সেখান থেকে সে পালানোর চেষ্টা করে, পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। এসটিএফ দল তাকে ধাওয়া করে। পরশপুর-নবাবগঞ্জ জাতীয় সড়কের কাছে এসপিএফ-এর সঙ্গে এনকাউন্টারে আহত হয় বিজ্জি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় এসটিএফ । যেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুখ্যাত অপরাধী বিজয় সিং ওরফে বিজ্জির বিরুদ্ধে খুন, ডাকাতি, খুনের চেষ্টার মত একাধিক মামলা রয়েছে পুলিশের কাছে।

আরও পড়ুন : পুরাণের পক্ষীরাজ ঘোড়াই আধুনিক বিশ্বের পেগাসাস, জানুন পেগাসাস সম্পর্কে বিস্তারিত তথ্য

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular