ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা,Pegasus Spyware : ফোন হ্যাক করা আজকের বিষয় নয়। এই নিয়ে বহু প্রমাণ ও অভিযোগ আগেও পাওয়া গিয়েছে। তবে সবচেয়ে নতুন বিষয়টি হল পেগাসাস স্পাইওয়্যার। এটি ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ (NSO Group) তৈরি একটিি হ্যাকিং সফটওয়্যার। ২০১৯ সালে এই সফটওয়্যারটি প্রথম নজরে আসে। বিশ্বজুড়ে এর দাপটে ভীত সন্ত্রস্ত সমাজের বড় থেকে মাঝারি ব্যক্তিরা। ভারতেও এই জাতীয় সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে বলে রীতিমত তোলপাড় পড়়ে যায় সংবাদ মাধ্যম থেকে সংসদভবন সর্বত্র। কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিরোধী নেতা, রাজনৈনিক ব্যক্তিত্বের সঙ্গে সাংবাদিকদের ফোনেও আড়ি পাতাতে নাকি ব্যবহার করা হয়েছে এই সফটওয়্যারটি। এমনই অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যদিও সরকারের দাবি সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ভারতের গণতন্ত্রকে কলুষিত করতেই এই জাতীয় প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এমনই সাফাই দেয় সরকার। বর্তমানে বিষয়়টি নিয়ে এখনও মামলা চলছে সুপ্রিম কোর্টে। শুক্রবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, এই গুপ্তচর সফটওয়্যারটি ভারত সরকার ২০১৭ সালে ইসরাইল থেকে কিনেছিল। একথা প্রকাশের পরই ফের কেন্দ্রের বিরুদ্ধে সুুুর চড়়িয়েছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মোদি সরকার দেশদ্রোহীতা করছে।
পেগাসাস কথার অর্থ Pegasus Spyware
পেগাসাস কথার অর্থ হল পক্ষীরাজ ঘোড়া। ভারতীয় পুরানের পাশাপাশি গ্রীক পুরানেও পক্ষীরাজ ঘোড়ার উল্লেখ রয়েছে। ভারতে যেমন সমুদ্র মন্থন থেকে তৈরি হয়েছে পক্ষীরাজ ঘোড়া। গ্রীসে তেমনই এক দানবীর রক্ত থেকে তৈরি হয়েছে পেগাসাস।
আধুনিক বিশ্বে বিশিষ্টদের কাছে রীতিমত ত্রাস এই পেগাসাস। ইসরায়েলের সাইবার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থা এনএসও (NSO) গ্রুপ পেগাসাস তৈরি করেছে। ২০১৬ সাল থেকেই এটি সক্রিয়। এটি একটি সফটওয়্যার। তেল অ্যাভিবের তৈরি এই সফটওয়্যারটি নিয়েই তোলপাড় শুরু হয় গোটা বিশ্বজুড়ে।
পেগাসাস ব্যবহারের ইতিহাস, Pegasus Spyware
পেগাসাস প্রথম ব্যবহার করা হয়েছিল ২০১৪ সালে। আরব মানবাধিকার কর্মীর আইফোন হ্যাক করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়়েছিল। ২০১৭ সালে সাইবার সুরক্ষা গবেষকরা জানিয়ে দেন, এজাতীয় সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুলিতে সহজেই ব্যবহার করা যায়। ২০১৯ সালে এনএসওর সঙ্গে পেগাসাস নিয়েই ফেসবুকের মতোবিরোধ প্রকাশ্যে আসে। বর্তমানে পেগাসাস সবথেকে পরিশীলিত হ্যাকিং সফটওয়্যার।
পেগাসাস কেস কখন প্রকাশ পায়, Pegasus Spyware
২০২১ সালের জুলাই মাসে, মিডিয়া গ্রুপগুলি একটি গ্লোবাল গ্রুপ প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, বিশ্বের অনেক সরকার তাঁদের প্রতিপক্ষ এবং সাংবাদিকদের উপর গুপ্তচরবৃত্তি করার জন্য স্পাইওয়্যার ব্যবহার করেছে। ভারতেও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ফোনেও আড়ি পাতা হয়েছিল,গুপ্তচরবৃত্তির উদ্দেশে। গোটা বিষয়টি সামনে আসার পর তোলপাড় পড়়ে যায় দেশে।উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। যদিও গোটা বিষয়টি অস্বীকার করে মোদি সরকার।
পেগাসাস কীভাবে কাজ করে, Pegasus Spyware
পেগাসাস সফটওয়্যার টার্গেট ফোনের ডেটা চুরি করে এবং কেন্দ্রের কাছে প্রেরণ করে। এই সফটওয়্যারের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়কেই টার্গেট করা যাবে। এই সফটওয়্যারটি ফোনে ইনস্টল করার সঙ্গে সঙ্গে ফোনটি নজরদারি ডিভাইস হিসাবে কাজ শুরু করে। ফোনের ত্রুটির সুযোগ নিয়ে পেগাসাস ইনস্টল করা হয়। এর জন্য বেশ কিছু পদ্ধতি ব্যবহার করে হ্যাকাররা।
পেগাসাসের মূল্য, Pegasus Spyware
ইসরায়েলি কোম্পানির ওয়েবসাইট অনুসারে, পেগাসাসের একক লাইসেন্সের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে। এই সফটওয়্যার শুধুমাত্র সরকারের কাছে বিক্রি হয়। সূত্রের খবর, ভারতে এই সফটওয়্যারটির ৫-৬টি লাইসেন্স রয়েছে।এর মাধ্যমে বিশ্বব্যাপী ৫০,০০০ এরও বেশি ফোনকে টার্গেট করা হয়েছে। যার মধ্যে ৩০০ ভারতীয়ও রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাজনৈতিক ভোটকুুুুুুশলী প্রশান্ত কিশোর, তৎকালীন নির্বাচন কমিশনার অশোক লাভাসা সহ ৪০ জনেরও বেশি সাংবাদিকের ফোনে পেগাসাসের সরকার নজরদারি চালায় বলে অভিযোগ।
বিশ্বের একাধিক জায়গায় পেগাসাসের মাধ্যমে গুপ্তচরবৃত্তির ঘটনা সামনে এসেছে, Pegasus Spyware
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত নয়, মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)ও এই সফটওয়্যার কিনেছে। এফবিআই বাড়ির নজরদারির জন্য বছরের পর বছর এটি পরীক্ষা করেছিল কিন্তু গত বছর থেকে এটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলি ছাড়াও সৌদি সাংবাদিক জামাল খাশোগি এবং তার সহযোগীদের বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল, যারা রাজপরিবারের সমালোচক ছিলেন। একই সময়ে, মেক্সিকান সরকার সাংবাদিক এবং বিরোধীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায় । তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ড, হাঙ্গেরি এবং ভারতের মতো অনেক দেশে পেগাসাস ব্যবহারের অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন : সাংসদ পদ কি খারিজ হচ্ছে শিশির অধিকারীর, জল্পনা রাজনৈতিক মহলে