Wednesday, December 18, 2024
Homekolkata‘পাঠান’কে হারিয়ে দিল ‘জওয়ান’, কত গোলে? কাকভোরের শো দেখে এল আনন্দবাজার অনলাইন

‘পাঠান’কে হারিয়ে দিল ‘জওয়ান’, কত গোলে? কাকভোরের শো দেখে এল আনন্দবাজার অনলাইন

দেবীর মূর্তির দিকে এগিয়ে আসছে এক ছায়ামূর্তি। আলো-আঁধারিতে ছায়াশরীর স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। সারা শরীরে ব্যান্ডেজ জড়ানো। দমকা হাওয়ায় একটু একটু করে তা খুলে যেতেই বোঝা গেল বলিউডের ‘বাদশা’ এখনও ‘জ়িন্দা হ্যায়’।

সাত মাস পর আবার বড় পর্দায় শাহরুখ খান। ‘পাঠান’-এর পর আবার একটি অ্যাকশন ঘরানার ছবি নিয়ে। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেল শাহরুখের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’। এই ছবির হাত ধরেই বলিপাড়ায় তামিল পরিচালক অ্যাটলির আত্মপ্রকাশ। সঙ্গে আবার দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি। ক্যামিয়ো চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে কেমন হল বলিউডের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন? সাত মাস আগে শাহরুখ যেমন ‘পাঠান’ ঝড় তুলেছিলেন, সেই ঝড় কি ‘জওয়ান’কে উড়িয়ে নিয়ে গেল, না কি এ বার শাহরুখ রীতিমতো ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে এসেছেন?

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular