ইন্ডিয়া নিউজ বাংলা, কিয়েভ : Russia Ukraine War Live Updates ইউক্রেনে অব্যাহত রাশিয়ার হামলা। আজ ভোরে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে (nuclear power plant) আগুন লাগে। এ তথ্য জানিয়েছেন প্ল্যান্টের এক মুখপাত্র। তিনি বলেছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। অন্যথায় বিপজ্জনক হতে পারে এটি। আজ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নবম দিন এবং রাশিয়ার সেনাবাহিনী ক্রুজ, ক্ষেপণাস্ত্র বোমা হামলা, গুলিবর্ষণ ও বিমান হামলা ক্রমাগত চালিয়ে যাচ্ছে।
তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে Russia Ukraine War Live Updates
রাশিয়ার বাহিনী গতকাল ইউক্রেনের চেরনিহিব তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়। গতকাল নিহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। রুশ হামলার কারণে ইউক্রেনের হাজার হাজার মানুষ এখনও সংকটে রয়েছে। এ পর্যন্ত দেশ ছেড়েছেন প্রায় ১০ লাখ মানুষ।
এখনও পর্যন্ত ইউক্রেনের দশটির বেশি শহর ধ্বংস হওয়ায় ক্ষমা চেয়েছে রুশ সেনারা Russia Ukraine War Live Updates
রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং তখন থেকে রাশিয়ান বাহিনী ইউক্রেনের দশটিরও বেশি শহরকে ধ্বংস করেছে। এমনও খবর রয়েছে যে রাশিয়ান সৈন্যরা আর তাদের দেশের আক্রমণের নির্দেশ মানছে না এবং ইউক্রেনের সৈন্যদের কাছে ক্ষমা চাইছে। ট্যাঙ্ক বা তাদের যানবাহন ছেড়ে দিয়ে তারা ক্ষমা চাইছেন। রেডিও বার্তায় এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।
Russia Ukraine War Live Updates
আরও পড়ুন : Pet Lover : যুদ্ধের মাঝে ও পোষ্যকে কাছ ছাড়া করতে চাইছেন না, এমনই ছবি ধরা পড়ল পোল্যান্ড সীমান্তে
———–
Published by Subhasish Mandal