দু’দিনের সফরে রাশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi Russia Visit)। সোমবার মস্কো পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করেন মোদী। বৈঠকের সময়, পুতিন প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান এবং ‘পরম মিত্র’ বলে অভিহিত করেন।
জানা যাচ্ছে, পুতিন ২২তম ভারত-রাশিয়া সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে (Modi Russia Visit) আমন্ত্রণ পাঠিয়েছিলেন। এর অংশ হিসাবে মঙ্গলবার দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : Sheikh Hasina : দু’দিনের সফরে শুক্রবার ভারতে হাসিনা, শনিতে Modi’র সঙ্গে সাক্ষাৎ
এরপরে সফরের (Modi Russia Visit) দ্বিতীয় দিনে ‘মোদী-মোদী’ স্লোগানের মধ্যে মস্কোয় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘গত ১০ বছরে ভারত যে গতি অর্জন করেছে তা দেখে সমগ্র বিশ্ব অবাক হয়ে যাচ্ছে।’ তিনি এও বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার উপর ভিত্তি করে এগিয়ে চলেছে।’
প্রধানমন্ত্রী (Modi Russia Visit) বলেন, ‘গত ১০ বছরে ভারতের উন্নয়ন কেবল একটি ট্রেলার মাত্র। আমরা আগামী ১০ বছরে আরও দ্রুত বৃদ্ধি দেখতে পারব। এখন দেশের পরিস্থিতি আর ২০১৪ সালের আগের মতো নয়। এটাই আমাদের সবচেয়ে বড় পুঁজি।’
বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের একটি অংশ তুলে ধরা হল নিম্নে-