আগামী মাসে নিউইয়র্ক সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi)। UN General Assembly High-Level Week-এ ভাষণ দেবেন তিনি। জানা গিয়েছে ২২-২৩ সেপ্টেম্বরের এই সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতৃত্বরা যোগ দেবেন।
কী জানা যাচ্ছে?
রাশিয়া-ইউক্রেন সফরের পর মোদীর (PM Modi) এই নিউইয়র্ক সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এর আগে মোদীর ইউক্রেন সফর নিয়ে প্রশংসা করে হোয়াইট হাউস। তাদের মতে, মোদীর ইউক্রেন সফর, রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংঘর্ষে ইতি টানতে সাহায্য করতে পারে।
আরও পড়ুন : PM Modi Ukraine Visit : ‘এটা যুদ্ধের সময় নয়’, ইউক্রেন সফর শুরুর আগে মোদীর বার্তা
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মোদীর নিউইয়র্ক সফরে প্রায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে নিউইয়র্কের প্রায় ২৪,০০০ ভারতীয় অংশগ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠানের থিম হল- ‘Modi & US’ Progress Together’. এটি আগামী ২২ সেপ্টেম্বর Nassau Veterans Memorial Coliseum-এ আয়োজিত হবে।
উল্লেখ্য, সোমবারই মোদীর (PM Modi) কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন কল আসে। তাঁদের মধ্যে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গও আলোচনা হয় বলে জানা যায়। সূত্রের খবর, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে মধ্যস্থতার বিষয়ে মোদীর ভূমিকার প্রশংসা করেন বাইডেন।