শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Pakistan Prime Minister Imran Khan’s Demand তাঁর সরকার অপসারণের জন্য বিদেশি শক্তিগুলি ষড়যন্ত্র করছে। রবিবার ইসলামাবাদ প্যারেড গ্রাউন্ডের বিশাল জনসভায় অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সংসদে গুরুত্বপূর্ণ অনাস্থা প্রস্তাবের আগে বিশাল এই সভা থেকে ইমরান খান তাঁর বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য বিরোধীদের প্রতি আবেদন করেন।
ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির ‘আমর বিল মারুফ’ (ভালো নির্দেশ দিন) শিরোনামের সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই সমাবেশকে ‘ঐতিহাসিক’ বলে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বিদেশি শক্তি স্থানীয় রাজনীতিবিদদের ব্যবহার করছে। পাকিস্তানের বিদেশনীতি সংশোধনের জন্য অর্থ এবং দাবির সমর্থনে প্রমাণ হিসেবে তাঁর কাছে একটি চিঠিও রয়েছে বলে দাবি করেন। Pakistan Prime Minister Imran Khan’s Demand
‘বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে’ Pakistan Prime Minister Imran Khan’s Demand
ইমরান খান তাঁর বক্তব্যে জানান, ‘বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। আমাদের লোকজনকে ব্যবহার করা হচ্ছে। বেশিরভাগই অসাবধানতাবশত, কিন্তু কিছু লোক আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছে। আমরা জানি কোন কোন জায়গা থেকে আমাদের চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের লিখিতভাবে হুমকি দেওয়া হয়েছে কিন্তু আমরা জাতীয় স্বার্থে আপস করব না।’
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার কাছে চিঠিটি প্রমাণ হিসাবে আছে এবং যাঁরা এই চিঠিতে সন্দেহ করছে আমি তাঁদের সাহস দিতে চাই। আমি তাঁদের অফ দ্য রেকর্ড আমন্ত্রণ জানাব। আমাদের ঠিক করতে হবে কতদিন এভাবে বাঁচতে হবে। আমরা হুমকি পাচ্ছি। বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে অনেক কিছু রয়েছে যা খুব শীঘ্রই শেয়ার করা হবে।’ Pakistan Prime Minister Imran Khan’s Demand
‘তিন কট্টর দল বছরের পর বছর দেশকে লুটপাট করছে’ Pakistan Prime Minister Imran Khan’s Demand
ইমরান খান তাঁর বক্তব্যে বলেছেন, ‘তিন কট্টর দল বছরের পর বছর দেশকে লুটপাট করছে এবং ইমরান খানকে মোশাররফের মতো আত্মসমর্পণ করার জন্য এই সব নাটক করছে। তারা সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। যাই হোক না কেন, আমার সরকার গেলেও বা আমি প্রাণ হারাতে পারলেও আমি তাদের ক্ষমা করব না।’
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, পাকিস্তান পিপলস দলের নেতা ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং জমিয়তে উলেমা-ই-ইসলাম নেতা ফজলুর রহমানের দিকেই তাঁর সরকারের সঙ্কটের জন্য দায়ী করেছেন ইমরান খান।
Pakistan Prime Minister Imran Khan’s Demand
————
Published by Subhasish Mandal