শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Pak PM Imran Khan no-trust vote পাকিস্তানের রাজনীতিতে নয়া মোড়। মাস্ট্রার স্ট্রোক খেলে রাষ্ট্রপতি আরিফ আলভিকে পাকিস্তান পার্লামেন্টের জাতীয় পরিষদ ভেঙে দিতে বললেন প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে নতুনভাবে নির্বাচন করার আহ্বানও জানালেন তিনি।
Pakistan President Arif Alvi dissolves National Assembly on the advice of Prime Minister Imran Khan: Pakistan Media
— ANI (@ANI) April 3, 2022
আজ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক কূটনীতিক মহলের মতে আজই ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শেষ দিন। কারণ বিরোধীরা গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন। এরইমধ্যে ইমরান তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ‘বিদেশি শক্তি’র হাত আছে বলে সুর চড়িয়েছিলেন। Pak PM Imran Khan no-trust vote
এদিন শুরুতেই বিরোধীরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার পরে ডেপুটি স্পিকার কাসিম সুর গুরুত্বপূর্ণ অধিবেশনের সভাপতিত্ব করেন। তবে ডেপুটির কাসিমের বিরুদ্ধেও অনাস্থা জ্ঞাপন করেন বিরোধীরা। ন্যাশনাল অ্যাসেম্বলিতে তখন ডামাডোল অবস্থা। আর কিছুক্ষণ বাদেই কুর্সি ছাড়তে হবে ইমরান খানকে। তখনই ঘটল চূড়ান্ত নাটকীয়তা। সংসদে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরাসরি খারিজ করে দিলেন ডেপুটি স্পিকার কাসিম সুর। তিনি জানালেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী। এর পিছনে বিদেশি চক্রান্ত রয়েছে। অভিযোগ উঠল। যদিও সেই সময় পাক সংসদে ছিলেন না ইমরান। ডেপুটি স্পিকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মুলতুবি ঘোষণা করে দেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। Pak PM Imran Khan no-trust vote
পাকিস্তান সংসদ মুলতুবি ঘোষণার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণ থেকেই ঘোষণা করা হয় রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ। একইসঙ্গে দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরুর প্রস্তাব দেন ইমরান। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সায় দিয়ে কিছুক্ষণের মধ্যেই পাক পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন রাষ্ট্রপতি আরিফ আলভি। Pak PM Imran Khan no-trust vote
জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘বিদেশি শক্তি নয়, জনগণেরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কী চায়। টাকা দিয়ে কিছু মানুষকে কিনে নেওয়ার ফলেই আজ এই পরিস্থিতি। আমি জাতিকে প্রস্তত হওয়ার অনুরোধ করছি। নির্বাচনের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন, দুর্নীতিবাজ বা বিদেশিদের মাধ্যমে নয়।’ Pak PM Imran Khan no-trust vote
Islamabad: Chairman Bilawal Bhutto Zardari said, "We have a majority. We will defeat the Prime Minister in a vote of no confidence."@BBhuttoZardari @AseefaBZ @BakhtawarBZ pic.twitter.com/MZP06pWOS0
— Ali Taha (@Ali_Taha_Jatoi) April 3, 2022
এদিকে পাকিস্তানের বিরোধী ফ্রন্ট ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদে অবস্থান নেবে বলে ঘোষণা করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। এক টু্ইট বার্তায় জারদারি বলেছেন, ‘সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা সমস্ত প্রতিষ্ঠানকে পাকিস্তানের সংবিধান রক্ষা, বহাল রাখা, রক্ষা ও বাস্তবায়নের আহ্বান জানাই।’
Pak PM Imran Khan no-trust vote
আরও পড়ুন : Imran Khan Letter Controversy : গদি বাঁচাতে মরিয়া ইমরান খানের মার্কিন চিঠি নাটক
আরও পড়ুন : Sri Lanka In 36-hour Nationwide Curfew প্রবল জনবিক্ষোভের জের! শ্রীলঙ্কাজুড়ে ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণা
————
Published by Subhasish Mandal