Wednesday, December 18, 2024
HomeBreakingDonald Trump: মার্কিন পণ্যে কর বসানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের!

Donald Trump: মার্কিন পণ্যে কর বসানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের!

ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও ভারতীয় পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক চাপাবে, কর নিয়ে ভারতকে এমনই হুঁশিয়ারি দিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

ট্রাম্পের হুঁশিয়ারি

জানা গিয়েছে, ট্রাম্প সোমবারই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন। সেখানে চিনের সঙ্গে আমেরিকা বাণিজ্যিক চুক্তিতে যাবে কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, মার্কিন পণ্যে, ভারত এবং ব্রাজিল, এই দুই দেশ অতিরিক্ত শুল্ক বসায়। এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ওরা আমাদের উপরে কর চাপায়, তবে আমরাও তাদের পণ্যে সম পরিমাণ কর বসাব।’

আরও পড়ুন: US Election 2024: মার্কিন মসনদে ফের Trump, ‘বন্ধু’কে শুভেচ্ছা জানালেন Modi

এমনিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালোই। কিন্তু তা হলেও, ট্রাম্পের মতে, মোদী আগে নিজের দেশের কথা ভাবেন। তাই করের ক্ষেত্রে ট্রাম্পও নিজের অবস্থান জানিয়ে দিলেন এদিন।

উল্লেখ্য, এর আগে কানাডা, মেক্সিকোর মতো প্রতিবেশী দেশের ওপরও চড়া হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছিলেন চিনকেও। আর এবার সরাসরি ভারতকে নিশানা করে কর চাপানোর বার্তা দিলেন তিনি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular