ইন্ডিয়া নিউজ বাংলা
Bangladesh Border Clash
সোমনাথ মজুমদার, উত্তর ২৪ পরগণা :বাংলাদেশের ভেতর বেনাপোল পোর্ট ও প্রশাসনিক ভবনের সামনে লাগাতার বোমাবাজি। ঘটনার জেরে জখম বেশ কয়েকজন, সকাল থেকে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের বেনাপোল এলাকায়৷জানা গেছে মূলত সে দেশের দুই শ্রমিকের সংগঠনের বিবাদের জেরে এই ঘটনা, মূলত পোর্টের দখল কার হাতে থাকবে? এই নিয়ে শুরু হয় ঝামেলা, মুহুর্মুহু বোমাবাজি হয় বলে জানা গেছে৷
সূত্র মারফত জানা গেছে বাংলাদেশ পোর্টের দায়িত্ব নির্ধারণ করা হয় টেন্ডারের মাধ্যমে, জানা গেছে বাংলাদেশে বেনাপোলে সাংসদ আফিল উদ্দিন ও শার্শা পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ রা দুই শ্রমিকের সংগঠনের দায়িত্বে রয়েছেন৷ বিশ্বস্ত সুত্রে জানা গেছে সম্প্রতি খবর রটে সংসদ পোর্টে র টেন্ডার পেয়েছেন নতুন করে, এরপরই উত্তেজনা ছড়ায়, শুরু হয় বোমাবাজি, ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি ও সাধারণ যাত্রী চলাচল ৷ ঘটনার পর সেদেশে ট্রাক ফেলে রেখে ভারতের দিকে পালাতে শুরু করেন ভারতীয় ট্রাকচালকেরা, ট্রাক চালকরা জানিয়েছেন ছুটে তারা ভারতের সীমান্তে চলে আসেন, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তাদের ভারতীয় ভূখণ্ডের ভেতর নিরাপদ আশ্রয় দেন বলেও জানিয়েছেন ট্রাকচালকেরা ৷
বোমা বিস্ফোরণে আহত দের নিয়ে যাওয়া হয় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, ঘটনায় ৫ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে, এ ব্যাপারে ভারতীয় ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এর সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সকাল থেকে পোর্টের আধিপত্য কার হাতে থাকবে তা নিয়ে বোমাবাজি শুরু হয়, বাংলাদেশ পোর্টের ডেপুটি ডিরেক্টর মামন কবির এর সাথে কথা হয়েছে, ওভার টেলিফোনে তিনি যেতে মানা করেন, তার পরই বন্ধ হয়ে যায় বাণিজ্য ,বন্ধ হয়ে যায় দুপারের যাত্রীদের যাতায়াত, এদিন দুপুরের পর ভারতে আসেন বাংলাদেশের পোর্ট অথরিটি, ও প্রশাসনিক কর্তারা কথা বলেন ভারতীয় শুল্ক দফতরের সাথে, জানা গেছে এদিন সকাল থেকেই সীমান্তের অদূরে বাংলাদেশ প্রশাসনিক ভবনের সামনে মুহুর্মুহু বোমাবাজি শুরু হয়, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, বোমা বাজির সেই ছবি এসে পৌঁছেছে আমাদের কাছেও, ঘটনার পর দ্রুত ব্যবস্থা গ্রহন করে বাংলাদেশ পুলিশ ও শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনায় কয়েকজনের নাম পাওয়া গেছে, সকলকেই আইনের আওতায় আনা হবে, পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ ও শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন৷ তবে সকাল থেকে বোমাবাজির ঘটনা যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় ট্রাকচালকদের মধ্যে । পরিস্থিতি স্বাভাবিক না হলে নিজেদের নিরাপত্তার কারণে আর কাজে যেতে চাইছেন না চালকেরা।
Bangladesh Border Clash
Publish by Monirul Hossain