Sunday, September 8, 2024
HomeউৎসবTea worker in Jalpaiguri cheated by booking an Android phone অ্যান্ড্রয়েড ফোনের...

Tea worker in Jalpaiguri cheated by booking an Android phone অ্যান্ড্রয়েড ফোনের বদলে একদলা মাটি, পার্সেলের প্যাকেট খুলতেই মাথায় হাত চা শ্রমিকের

প্রসেনিজৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : মাত্র ৩ হাজার ৩০০ টাকায় রেডমি প্রো-৯ মোবাইল! টেলিকলে অফার ছিল দিল্লির একটি কোম্পানির। এই ফোন কল পেয়ে আর অপেক্ষা করেননি রাজগঞ্জ ব্লকের কুকুরযান গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া এলাকার বাসিন্দা পেশায় চা শ্রমিক বিজয় দেবনাথ। সাথে সাথে তিনি রাজি হয়ে যান। বুক করে দেন একটি হ্যান্ড সেট। পার্সেলের প্যাকেট খুলতেই দেখেন ফোন নয়, প্যাকেটে রয়েছে একদলা মাটি!

বৃহস্পতিবার বিজয়কে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস থেকে জানানো হয় তাঁর নামে একটি পার্সেল এসেছে। সেটি নিতে হলে তাঁকে পোস্ট অফিসে এসে ৩ হাজার ৩০০ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। পার্সেলটি ঠিক অ্যান্ড্রয়েড ফোনের বুঝতে পেরে সাথে সাথে তিনি ছুটে যান পোস্ট অফিসে। এরপর বহু কষ্টে জমানো টাকা নিয়ে বাসে চেপে চলে যান ৩৫ কিলোমিটার দূরে থাকা ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। টাকা দিয়ে পার্সেল নেওয়ার পরই মাথায় হাত বিজয় দেবনাথের। প্যাকেট খুলতেই ভিমড়ি খাবার যোগার। এ যে প্লাস্টিক প্যাকেটের ভেতর থাকা বাক্সে একদলা মাটি রয়েছে।

অ্যান্ড্রয়েড ফোনের বদলে এল একদলা মাটি (Tea worker in Jalpaiguri cheated by booking an Android phone)

বিজয়বাবু বলেন, ‘আমি চা বাগানে কীটনাশক স্প্রে করে যে সামান্য টাকা উপার্যন করি তা দিয়ে আমার সংসার চলে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার। তাই ফোন কল পেয়ে এত কম দামে অ্যান্ড্রয়েড মোবাইল পাব বলে রাজি হয়ে যাই। পার্সেল এসেছে বলে পোস্ট অফিসের এক ফোনে এতদূর ছুটে এলাম। কিন্তু পেলাম একদলা মাটি। এভাবে ঠকে যাব ভাবতে পারিনি।’ ঘটনায় পোস্টমাস্টার ধনঞ্জয় চক্রবর্তী বলেন, ‘এই জিনিস আগেও হয়েছে। আবার শুরু হল। তবে এই ব্যাপারে আমাদের বিশেষ কিছু করার থাকে না। উনি অভিযোগ দায়ের করলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাব।’

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular