Saturday, July 27, 2024
HomeউৎসবSuvendu Adhikari demands waiver of agricultural loans of farmers মুখ্যমন্ত্রীর দম নেই,...

Suvendu Adhikari demands waiver of agricultural loans of farmers মুখ্যমন্ত্রীর দম নেই, কৃষিঋণ মুকুবের দাবি করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : রাজ্যজুড়ে কৃষকদের শোচনীয় অবস্থার জন্য কৃষকদের স্বার্থ রক্ষার্থে বিঘাপ্রতি প্যাকেজ এবং কৃষিঋণ-সহ একাধিক দাবি নিয়ে পূর্ব মেদিনীপুরের বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন শহিদ মাতঙ্গিনী ব্লকের চাঠরা বিডিও অফিসের সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে কৃষকদের গলায় গামছা পরিয়ে সংবর্ধনা জানান রাজ্যের বিরোধী দলনেতা।

অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটাক্ষের সুরে বিরোধী দলনেতা বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসবের সময় কোটি কোটি টাকা বিতরণ করেন কিন্তু চাষিদের ক্ষতিপূরণ দিতে পারেন না। আমাদের দাবি ছিল অতি বর্ষণে আলু, ফুল, ধানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি তাঁদের ক্ষতিপূরণ দিতে পারেননি।’

কৃষিঋণ মুকুবের দাবি (Suvendu Adhikari demands waiver of agricultural loans of farmers)

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘যদি দম থাকে তাহলে উনি কৃষকদের ঋণ মুকুব করে দিক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৩ লক্ষ টাকা ঋণ মুকুব করেছেন। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান কৃষকদের ৫ লক্ষ টাকা ঋণ মুকুব করেছেন। দম থাকলে মুখ্যমন্ত্রী আপনি পশ্চিম বাংলায় ৫ লক্ষ টাকা কৃষিঋণ মুকুব করুন। ভারতবর্ষের ২০টা রাজ্যে সেচে চাষের জন্য বিদ্যুতের বিল মুকুব করা হয়েছে। চাষিদের বিদ্যুৎ বিল দিতে হয় না। কিন্তু যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম এবং সিঙ্গুরের উপরে নির্ভর করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই মুখ্যমন্ত্রী কৃষকের কথা না ভেবে বিদ্যুত বিল যেখানে ২০১১ সালে ২ টাকা ইউনিট ছিল সেই জায়গায় আজ ৮ টাকা করে দিয়েছে। এমনকী সারের কালো বাজারি এবং নিম্নমানের বীজ দেওয়ার বিরুদ্ধেও রাজ্য কোনও ব্যবস্থা নেয়নি।’

বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল। আমার কাছে হেরে গিয়েছে। দুবার ভোটে জিতে ওকে মুখ্যমন্ত্রী হতে হয়েছে। আমি একবারই বাজিমাত করেছি।’

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular