অনিশা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়কে সোমবার এগারো মাইলের কাছে রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি বিরল প্রজাতির জঙ্গল ক্যাটের মৃতদেহ। প্রাথমিক পরীক্ষার পর ওই বন্যপ্রাণিটির মৃত্যুর কারণ স্পষ্ট নয় বন দফতেরর কাছে। কারণ চলন্ত গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীটির মৃত্যু ঘটে থাকলে তার দেহে আঘাতের চিহ্ন পাওয়া যেত। ফলে ময়না তদন্তের পরেই জঙ্গল ক্যাটটির মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে দাবি বনাধিকারিকদের। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন ভিডিও :
body of a Rare Wild Cat Species was recovered at Alipurduar বিরল প্রজাতির জঙ্গল ক্যাটের মৃতদেহ উদ্ধার আলিপুরদুয়ারে!
———-
Published by Subhasish Mandal