‘Sare Saitrish’ brings future Kolkata story ভবিষ্যৎ কলকাতার গল্প নিয়ে আসছে ‘সাড়ে সাইত্রিশ’
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : আজ থেকে ১৬ বছর পর কেমন থাকবে এই শহর, কী ঘটবে এই পৃথিবীতে? কেমন হবে মানুষ ? সব কিছু ফুটে উঠবে সাড়ে সাইত্রিশে।
২০৩৭ সালের কলকাতা ফুটে উঠবে সাড়ে সাইত্রিশে
২০৩৭-এর কলকাতা শহরের রূপ ফুটিয়ে তুলতে এই ছবিতে সোহম মজুমদারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শোলাঙ্কি রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাফ ফিগার, সোহিনী সেনগুপ্ত, একাবলী খান্না, চিত্রাঙ্গদা, অয়ন ভট্টাচার্য, শিলাজিৎ মজুমদার, সুব্রত দত্ত।
অপ্রেম দুনিয়ায় মানুষের অনুভূতিগুলো কতটা বেঁচে থাকবে?
কাল্পনিক কলকাতার রূপ ফুটে ফুুুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক সৌরভ চক্রবর্তী।এক কল্প দুনিয়ার গল্প। আগামী ৩০ বছরে পৃথিবী নাকি প্রেমহীন হতে চলেছে। মানুষের শুধু একে অপরের সঙ্গে নাকি কাজেরই সম্পর্ক থাকবে।এমন অপ্রেম দুনিয়ায় মানুষের অনুভূতিগুলো কতটা বেঁচে থাকবে? নাকি মনের অগোচরে অন্য কোনও পথে প্রেম আসবে? এই নিয়েই পরিচালক-প্রযোজক-অভিনেতা সৌরভ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে সাইত্রিশ’।
আরও পড়ুন : প্রকাশ্যে ‘শেষ পাতা’র প্রথম লুক