Tuesday, December 3, 2024
HomeবিনোদনNawazuddin Siddiqui : আসছে 'Adbhut', নওয়াজের নয়া ছবি

Nawazuddin Siddiqui : আসছে ‘Adbhut’, নওয়াজের নয়া ছবি

নওয়াজউদ্দিন সিদ্দিকি মানেই একটু অন্য ধরনের, অন্য ঘরানার ছবি দেখার সুযোগ৷ চরিত্র ছোট হোক বা বড়, রুপোলি পর্দায় হোক বা ওটিটি-তে, নওয়াজ মানেই নতুন কিছু দেখতে পাওয়া৷ আর তাই তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা৷ সেই অগণিত নওয়াজ-ভক্তদের জন্য এবার সুখবর৷ শীঘ্রই নয়া ছবি নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা৷

কী জানা যাচ্ছে?

আগামী ১৫ সেপ্টেম্বর Sony Max-এ মুক্তি পেতে চলেছে সাব্বির খান পরিচালিত নওয়াজউদ্দিন সিদ্দিকি অভনীত ছবি ‘অদ্ভুত৷’ দীর্ঘ সময় পর এই ছবিতে দর্শকেরা দেখতে পাবেন Diana Penty-কে৷

আরও পড়ুন : Rani Mukerji : ‘মর্দানি’ পার্ট থ্রি নিয়ে আসতে চলেছেন রানি

Sony Max-এ ১৫ সেপ্টেম্বর রাত ৮টায় মুক্তি পাবে ছবিটি৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন পরিচালক সাব্বির৷

 

 

View this post on Instagram

 

A post shared by Sabbir Khan (@sabbir24x7)

উল্লেখ্য, এর আগে ‘Munna Michael’, ‘Baaghi’এবং ‘Heropanti’র মতো ছবি করেছেন সাব্বির৷ এই তালিকায় এবার নয়া সংযোজন নওয়াজের ‘অদ্ভুত৷’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular