Thursday, November 21, 2024
HomeবিনোদনFILMSKIFF 2022 শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

KIFF 2022 শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কৌশিক দাস,কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা:  KIFF 2022 ; দু বার তারিখ পেছোনোর পর অবশেষে শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ এপ্রিল নজরুল মঞ্চে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে সূচনা করা হল চলচ্চিত্র উৎসবের। টলিউডের এক ঝাঁক তারকাদের সঙ্গে নিয়ে শুরু হল সপ্তাহ ব‍্যাপী সিনেমার উদযাপন। এদিনের মুখ‍্য অতিথি ছিলেন বলিউড অভিনেতা তথা তৃণমূলের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা। মুম্বই থেকে এসেছিলেন স্ত্রী পুনম সিনহাও। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ‘বিহারীবাবু’।

নিজের বক্তৃতায় তিনি জানালেন, বাংলা ছবি থেকে অনেক কিছু শিখেছেন। মঞ্চে শত্রুঘ্ন সিনহা ছাড়াও ছিলেন গৌতম ঘোষ, সন্দীপ রায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, ইন্দ্রানী হালদার, নুসরত জাহান, বাবুল সুপ্রিয়রা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ‍্যায়।

এদিন মঞ্চ থেকে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, বাংলার সিনেমা শুধু দেশ নয়, সারা বিশ্বের মধ‍্যে সেরা। চলচ্চিত্র উৎসবেরের শুরু হবে সত‍্যজিৎ রায়ের ‘অরণ‍্যের দিনরাত্রি’ দিয়ে। এছাড়া পথের পাঁচালী, নয়ক, পরশ পাথর, সোনার কেল্লা সহ প্রবাদপ্রতিম পরিচালককে নিয়ে শ‍্যাম বেনেগালের তৈরি একটি তথ‍্যচিত্রও দেখানো হবে।

এবারে প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, অভিনেতা দিলীপ কুমার, স্বাতীলেখা সেনগুপ্ত, সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়, বাপি লাহিড়ী, সুমিত্রা ভাবে, জাঁ পল বেলমন্দো, জাঁ ক্লদ ক‍্যারিয়ের এবং অভিষেক চট্টোপাধ‍্যায়কে শ্রদ্ধা জানানো হবে চলচ্চিত্র উৎসবে।
জানা গিয়েছে, অভিষেকের কেরিয়ারের প্রথম ছবিটি দেখিয়েই তাঁকে শ্রদ্ধা জানানো হবে। তরুণ মজুমদার পরিচালিত ‘পথভোলা’ ছবির হাত ধরে বড়পর্দায় পা রেখেছিলেন তিনি। সেই ছবিটিই ফের দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১, ২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, কনফারেন্স হল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কলকাতা ইনফর্মেশন সেন্টার এবং শিশির মঞ্চ সহ মোট দশটি জায়গায় প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবেরের ছবি। ১০০ শতাংশ দর্শকই বসতে পারবে আসনে১৬০ টি ছবির মধ‍্যে ৬২ টি বাংলা ছবি থাকছে। পয়লা মে তে রবীন্দ্র সদনে সমাপ্তি হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

Published by Samyajit Ghosh

ছবি ফেসবুক থেকে

আরো পড়ুন French election: Macron re-elected, World leaders congratulate ফরাসি নির্বাচন: বিজয়ী ম্যাক্রোঁকে অভিনন্দন বিশ্ব নেতাদের

Indians break Pakistani flag waving record ভাঙল পাকিস্তানের রেকর্ড,পতাকা নাড়িয়ে বিশ্বরেকর্ড ভারতের

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular