বহু প্রতীক্ষার পর অবশেষে আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ ছবিটি (Emergency Movie)। সিনেমাটি ১৯৭৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বারা ঘোষিত জরুরি অবস্থার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। তবে এই ছবিটি কিন্তু বাংলাদেশে মুক্তি পাচ্ছে না।
কী জানা গিয়েছে?
বাংলাদেশে কঙ্গনার ছবিতে (Emergency Movie) নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বিনোদন জগত এবং রাজনৈতিক জগতেও আলোড়ন সৃষ্টি হয়েছে। একাংশ মনে করছেন, ছবিটি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী এবং ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেছে, এছাড়াও, শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক এবং তাকে ‘দুর্গা’ বলে সম্বোধন করার বিষয়টি সিনেমাটিতে দেখানো হয়েছে। এর পাশাপাশি, শেখ মুজিবুর রহমানের হত্যার ঘটনাও রয়েছে, যা বাংলাদেশের কিছু বিতর্কিত বিষয়কে উস্কে দিয়েছে, আর এইসব কারণেই হয়তো পড়শি দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি।
আরও পড়ুন: Emergency Movie: বিপাকে Kangana’র ছবি, আদৌ মুক্তি পাবে ‘এমারজেন্সি’?
আবার অনেকের মতে, বলি-অভিনেত্রী কঙ্গনা হিন্দুত্ববাদী-বিজেপি ঘরানার রাজনীতিবিদ এবং তাঁর অনেক মন্তব্যকে কেন্দ্র করে তিনি মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এছাড়া তাঁর ছবিটি আদ্যোপান্তই রাজনৈতিক ছবি। তাই হয়তো ভারত-বাংলাদেশ উভয় দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশে এর (Emergency Movie) মুক্তি নিষিদ্ধ করা হয়েছে!
তবে এমনটা কিন্তু প্রথম হচ্ছে তা বলা যাবে না, কারণ এর আগেও, ‘পুষ্পা ২’ এবং ‘ভুলভুলাইয়া ৩’-এর মতো ছবিকেও বাংলাদেশে রিলিজ করতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল।