Thursday, September 12, 2024
HomeবিনোদনEmergency Movie: বিপাকে Kangana'র ছবি, আদৌ মুক্তি পাবে 'এমারজেন্সি'?

Emergency Movie: বিপাকে Kangana’র ছবি, আদৌ মুক্তি পাবে ‘এমারজেন্সি’?

বহুদিন ধরেই চর্চায় রয়েছে কঙ্গনার মুক্তি প্রতিক্ষিত ছবি ‘Emergency’. ছবির বিষয়বস্তু, কঙ্গনার ভূমিকা ছবিকে বারবার সংবাদ শিরোনামে নিয়ে এসেছে। এবার এই ছবির মুক্তিকে কেন্দ্র করে Telangana Sikh Society আপত্তি জানাচ্ছে বলে জানা গিয়েছে।

কী অভিযোগ?

Telangana Sikh Society-র অভিযোগ কঙ্গনার ‘Emergency’ ছবিতে শিখদের ‘সন্ত্রাসবাদী’ এবং ‘দেশদ্রোহী’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ‘আপত্তিজনক’। এই ছবি শিখ সম্প্রদায়ের প্রতিচ্ছবিকে বিকৃত করছে বলে অভিযোগ ওঠে। তাই এই ছবির মুক্তিতে আপত্তি জানিয়েছে তারা।

আরও পড়ুন : Kangana Ranaut : সলমনের এই দুই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন কঙ্গনা!

আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ‘এমারজেন্সি’ ছবিটি ৷ ছবির চিত্রনাট্যও লিখেছেন কঙ্গনাই ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন থেকে অনুপ্রাণিত ছবির কাহিনি ৷ ছবিতে ভারতের এমারজেন্সি সময়কে তুলে ধরা হয়েছে ৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular