ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা,Kakababur protyaborton moive review সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা চরিত্র কাকবাবুকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পেয়েছে শুক্রবার। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’-কে ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন পরিচালক। মাসাই মারার বুকে এক হোটেলে সন্তুকে নিয়ে ছুটিযাপনে এসেছেন কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে হোটেলে থাকার কথা কাকাবাবু এবং সন্তুর, জঙ্গলের মধ্যের সেই হোটেল থেকে মাঝে মধ্যে উধাও হয়ে যাচ্ছে পর্যটকরা। নানা রকম আনুসাঙ্গিক কারণে হোটেলে শান্তিতে থাকতে পারে না কাকাবাবু এবং সন্তু।
২০২০র বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবিটিরKakababur protyaborton moive review
ধু-ধু জঙ্গলে কাকাবাবু ও সন্তুকে হাতি, গন্ডার,সিংহ আক্রমণ করে। একটা সময় সন্তুকে সাপে কামড়ায়।আগের ছবিগুলির তুলনায় এই ছবিতে ‘অ্যাকশন’ কম। তবে রাজা রায়চৌধুরী রূপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সন্তুর ভূমিকায় আরিয়ানও অনবদ্য। ২০২০ সালে বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবিটির। কিন্তু করোনার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। এবং ২০২২ সালে সরস্বতী পুজোর প্রাক্কালে ৪ফেব্রুয়ারী (শুক্রবার) বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি।
আরও পড়ুন : আশঙ্কাজনক লতা মঙ্গেশকর, দেশজুড়ে প্রার্থনা শিল্পীর জন্য
____
Published by Julekha Nasrin