শেষবার দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার, এই সম্মান পেতে চলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। চলচ্চিত্র জগতে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই খবরে খুশি অভিনেতার অগণিত ভক্তেরা।
কী প্রতিক্রিয়া মিঠুন চক্রবর্তীর?
এদিন আবেগপ্রবণ মিঠুন (Mithun Chakraborty) বলেন, ‘কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি। মুম্বইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি এতবড় একটা সম্মান পাব। আমি আক্ষরিক অর্থেই হতবাক! হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’
আরও পড়ুন: Oscars 2025: অস্কারের দৌড়ে ভারতের ‘লাপতা লেডিজ’
বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের হাত ধরে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ছবির জগতে পা রাখেন । ১৯৭৬ সালে জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা ‘মৃগয়া’য় প্রথম অভিনয়ের করেছিলেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘মিঠুনদার অসাধারণ সিনেমাটিক জার্নি প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। দাদাসাহেব ফালকে সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সিনেমায় অবিস্মণীয় অবদানের রয়েছে মিঠুন চক্রবর্তীর।’
প্রসঙ্গত, ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কারটি প্রদান করা হবে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতের সাংস্কৃতিক আইকন মিঠুন চক্রবর্তী।’
Delighted that Shri Mithun Chakraborty Ji has been conferred the prestigious Dadasaheb Phalke Award, recognizing his unparalleled contributions to Indian cinema. He is a cultural icon, admired across generations for his versatile performances. Congratulations and best wishes to… https://t.co/aFpL2qMKlo
— Narendra Modi (@narendramodi) September 30, 2024