Saturday, October 5, 2024
HomeBreakingNepal Flood Situation: বন্যা-ধসের জোড়া ফলায় বিধ্বস্ত নেপাল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Nepal Flood Situation: বন্যা-ধসের জোড়া ফলায় বিধ্বস্ত নেপাল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে। কমপক্ষে ১০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা যাচ্ছে। নিখোঁজ বহু। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশআসন। উদ্ধারকাজে নেমেছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে একটানা বৃষ্টিতে নদীগুলিতে জলস্তর বেড়েই চলেছে।

কী জানা গিয়েছে?

সূত্রের খবর, এখনও পর্যন্ত সরকারিভাবে ১১২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। তবে, বেসরকারি তরফে এই সংখ্যা আরও বেশি হতে পারে। ১০০ জনেরও বেশি জন আহত হয়েছেন। নিখোঁজের সংখ্যা কমপক্ষে ৬৮। রাজধানী কাঠমাণ্ডু সংলগ্ন নদীগুলিতে জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে কাঠমাণ্ডুও বিপর্যস্ত৷

গত বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যার জেরে দেশের একাধিক শহর জলমগ্ন। আবার তার মাঝেই শনিবার হড়পা বানের সতর্কতা জারি করেছে নেপালের আবহাওয়া দফতর। ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে জরুরি বৈঠকে বসেছেন নেপালের কার্যকারী প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং। মন্ত্রিসভাকে উদ্ধারকাজ আরও দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: Nepal : নেপালের নদীতে পড়ল ভারতের বাস, মৃত ১১

উল্লেখ্য, ১৯৭০ সালের পর থেকে শনিবার কাঠমান্ডু উপত্যকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অনেকেরই মত৷

এদিকে বর্তমান পরিস্থিতিতে নেপালজুড়ে সব স্কুল তিন দিনের জন্য বন্ধ করার ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে সব পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে নেপাল সরকার৷ শুক্রবার সন্ধ্যা থেকে কাঠমাণ্ডু থেকে সমস্ত অভ্যন্তরীণ বিমান বাতিল করা হয়েছে। কমপক্ষে ১৫০টি বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular