চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা (Lok Sabha Election 2024 Result)। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কেন্দ্রে পুনঃনির্বাচন চেয়েছিলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তিনিই এই মুহূর্তে এগিয়ে রয়েছেন।
কী জানা যাচ্ছে?
নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী (Lok Sabha Election 2024 Result), কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের থেকে ৬০,৫২৭ ভোটের মার্জিনে এগিয়ে রয়েছেন মহুয়া। এখনও পর্যন্ত ২৩৮২৯৪ ভোট এসে পড়েছে অমৃতা রায়ের ঝুলিতে। ২০১৯ সালে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই ৬১৪,৮৭২ ভোটে জয়ী হন মহুয়া।
আরও পড়ুন : Lok Sabha Election 2024 Result : ‘বসিরহাটে বিজেপিই জিতবে’: দাবি BJP প্রার্থী Rekha Patra’র
অন্যদিকে, বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর থেকে ১৮৬৮২৩ ভোটের মার্জিনে এগিয়ে রয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার। আবার ডায়মন্ড হারবারে, তৃণমূলের অভিষেক ব্যানার্জি ৪৩১৭৩৬ ভোটের মার্জিনে এগিয়ে রয়েছেন।
সাম্প্রতিক ট্রেন্ড (Lok Sabha Election 2024 Result) বলছে, তৃণমূল ৩১টি আসন, বিজেপি ১০টি এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে ৪২ আসনের মধ্যে তৃণমূলের দখলে এসেছিল ২২টি, বিজেপির ১৮টি এবং কংগ্রেসের দখলে ২টি আসন। এবার সেই অঙ্কের কতটা হেরফের হয়, জানতে আরেকটু অপেক্ষা।